হেমা মালিনীর প্রেমে রাতের ঘুম উড়ে ছিল Sanjeev Kumar-এর, প্রত্যাখ্যান করেছিলেন এই অভিনেত্রীর প্রেমের প্রস্তাব, বুকে যন্ত্রণা চেপে চিরকুমার থাকলেন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
তারপরেই চিরকুমার থাকার সিদ্ধান্ত নেন সঞ্জীব কুমার
advertisement
1/8

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রতিভাবান অভিনেতা সঞ্জীব কুমার (One of the most telented star of Bollywood Sanjeev Kumar) ৷ যখনই তাঁকে পর্দায় দেখতে পাওয়া যেত ঠিক তখনই তিনি অভিনয় দিয়ে কামাল দেখাতেন ৷ ফাইল ছবি ৷
advertisement
2/8
নিজস্বতাই অন্যান্য অভিনেতার থেকে সঞ্জীব কুমারকে এক আলাদা পরিচয় দিয়েছে ৷ হ্যান্ডসাম নায়ক সঞ্জীব কুমরাকে পর্দায় দেখে মেয়ে বারেবারেই প্রেমে পড়েন (So many ladies fall in love with Sanjeev Kumar) ৷ ফাইল ছবি ৷
advertisement
3/8
সঞ্জীব কুমারের (The tragic love story of Bollywood) প্রেমে পাগল হয়ে বহু মহিলা সঞ্জীব কুমারের প্রেমে পড়েছিলেন ৷ কিন্তু সঞ্জীব কুমারের সেষ পর্যন্ত বিয়ে হয়নি এই বিষয়টি কোনও ভাবেই তাঁর অনুরাগীদের কাছে মেনে নেওয়ার মত বিষয় ছিলনা ৷ ফাইল ছবি ৷
advertisement
4/8
সঞ্জীব কুমার কখনই কোনও কারও প্রেমে পড়েননি ৷ কিন্তু বলিউডের ড্রিম গার্ল অর্থাৎ স্বপ্নসুন্দরী হেমা মালিনীকে পাগলের মত ভালবাসতেন সঞ্জীব কুমার সঞ্জীব কুমার ৷ মনের সুপ্ত বাসনা গুপ্ত না রেকেই বলেও চিলেন হেমা মালিনীকে (Sanjeev Kumar expresses his love to Hema Malini but Hema Malini did not responded Sanjeev Kumar's love) ৷ ফাইল ছবি ৷
advertisement
5/8
কিন্তু সেই সময়ে হেমা মালিনী ধর্মেন্দ্রর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ৷ তাই সঞ্জীব কুমারের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন হেমা মালিনী (Hema Malini rejected the love proposal of Sanjeev Kumar) ৷ তারপর ধর্মেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর বিয়ের পরে সঞ্জীব কুমার একা থাকার সিদ্ধান্ত নেন ফলে তিনি অকৃতদার (As a result Sanjeev Kumar made herself as unmarried) থাকেন ৷ ফাইল ছবি ৷
advertisement
6/8
সূত্রের খবর ৭০-এর দশকে সুন্দরী অভিনেত্রী সুলক্ষ্মণা পণ্ডিত সঞ্জীব কুমারের প্রেমে পড়েন ৷ কিন্তু ততক্ষণে সঞ্জীব কুমারের মনে পাকাপাকি ভাবে হেমা মালিনী জায়গা করে নিয়েছিলেন ৷ ফলে সঞ্জীব সুলক্ষ্মণার বিয়ে হয়নি ৷ সারা জীবন কুমারী থেকে যান সুলক্ষ্মণা ৷ ফাইল ছবি ৷
advertisement
7/8
বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না গার্লফ্রেন্ড অঞ্জু মহেন্দু একবার সাংবাদিক সাক্ষাতে জানিয়েছিলেন সঞ্জীব কুমরের মধ্যে এমন কী ব্যাপার ছিল? যে মহিলারা তাঁর উপরে পাগল হয়ে যেতেন ৷ শুধুই সঞ্জীব কুমারকেই ভালবাসতেন না সঞ্জীব কুমারের টাকা পয়সাকেও ভালবাসতেন তাঁরা ৷ ফাইল ছবি ৷
advertisement
8/8
মাত্র ২২ বছর বয়সে ৬০ বছরের চরিত্রে অভিনয় করে সাফল্য পেয়েছিলেন তিনি ৷ থিয়েটারেই নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন সঞ্জীব কুমার ৷ হাম হিন্দুস্তানি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সঞ্জীব কুমার ৷ কিন্তু খিলনা থেকেই আস্তে আস্তে পরিচিতি পেতে থাকেন সঞ্জীব কুমার ৷ মাত্র ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন সঞ্জীব কুমার ৷ ফাইল ছবি ৷