‘‘তুমি কি এখনও আমায় একটা চুমু খেতে পার’’- Rishabh Pant-র এক্স গার্লফ্রেন্ডের পোস্টে সরগরম বাজার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রেম না প্রেম নেই, সম্পর্কের কোনও টানাপোড়েনে উর্বশী ও পন্থ?
advertisement
1/5

#মুম্বই: ভারতের সবচেয়ে সফল উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির অবসর গ্রহণের পর ঋষভ পন্থ উইকেটরক্ষকের দায়িত্ব নিয়েছিলেন৷ তার দায়িত্ব নেওয়াটা বেশ ভালোই হয়েছিল৷ কিন্তু খুবই প্রত্যাশা জাগানো পন্থের একটাই অসুবিধা তাঁর ধারাবাহিকতার অভাব৷ উইকেটের পিছনে সাবলীলতার পাশাপাশি তাঁর নির্ভীক ধামাকা ব্যাটিং ভারতীয় ক্রিকেট দলের বড় ইউএসপি৷ ইংল্যান্ড সফরে এখনও অবধি সেরকম কিছু করে উঠতে পারেননি৷ কিন্তু এর মধ্যেই পন্থকে ঘিরে এক মুচমুচে গসিপের জন্ম দিলেন তাঁর এক্স গার্লফ্রেন্ড উর্বশী রাউতেলা৷
advertisement
2/5
মাস কয়েক আগেই বলিউডের হট আইটেম গার্ল উর্বশী রাউতেলার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গল্প মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল৷ তাঁদের গুপচুপ প্রেমের গল্প অনেকেই জানতেন কারণ সোশ্যাল মিডিয়া৷ তাঁদের মিষ্টি সব একসঙ্গে ছবি দেখেছে অনেকেই৷
advertisement
3/5
এদিকে পরিস্থিতি হঠাৎই এতটা তেঁতো হয়েছিল যে উর্বশী রাউতেলাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন৷ বাজারের গসিপ কারণ নাকি ব্যক্তিগত মতান্তর৷ প্রথমে হোয়াটসঅ্যাপ ও পরে সব জায়গাতেই তাঁকে ব্লক করে দেন পন্থ৷
advertisement
4/5
উর্বশী রাউতেলা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যা নিয়ে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে৷ নিজের ক্যাপশনে তিনি লিখেছেন, তুমি কি আমায় চুমু খেতে পার, আমি এখনও যুবতী আর আমার কাছে খাওয়ার কিছু নেই৷ ’’- এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে৷ এটা আসলে ইংরাজি গানের লাইন৷
advertisement
5/5
উর্বশীর পোস্টে ফ্যানরা জমিয়ে কমেন্ট করতে শুরু করে৷ বলিউড বম্বশেলের ম্যানেজার জানিয়েছেন দুই তারকা সহমতির সঙ্গে নিজেদের সম্পর্কে ফুলস্টপ লাগিয়েছেন৷ সকলেই একে অপরের জীবন থেকে দূরে থাকার কথা দিয়েছেন৷ এই মুহূর্তে ঋষভ পন্থ ইশা নেগির সঙ্গে ডেট করছেন৷