TRENDING:

Raj Kundra Porn case: পুলিশের সামনেই স্বামী রাজ কুন্দ্রার উপর প্রচন্ড চিৎকার করলেন শিল্পা শেট্টি, কান্নায় ভেঙে পড়লেন তারপর...

Last Updated:
তবে যতই স্বামীর উপর চিৎকার করুন না কেন, শিল্পা (Shilpa Shetty) দাঁড়িয়েছেন তাঁর স্বামী রাজের (Raj Kundra) পাশেই৷
advertisement
1/7
পুলিশের সামনেই স্বামী রাজের উপর চিৎকার করলেন শিল্পা,কান্নায় ভেঙে পড়লেন তারপর..
•পর্ন ছবি তৈরি মামলায় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার জামিন হয়নি এখনও৷ কীভাবে তিনি পর্ন ছবি তৈরির পরিকল্পনা করছিলেন সে বিষয় জিজ্ঞাসাবাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ সব নথিও খুঁজে চলেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা৷ এই মামলায় রাজের স্ত্রী শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করা হয়৷ স্বামীর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন বলিউড নায়িকা৷ তবে শুক্রবার যখন রাজ-শিল্পার বাসভবনে রাজকে শিল্পার সামনে নিয়ে যান তদন্তকারীরা, তখন শিল্পা সকলের সামনই নাকি রাজের উপর চিৎকার করেন এবং পরে কান্নায় ভেঙে পড়েন৷
advertisement
2/7
•তিনি দাবি করেন যে, হটশটস (মোবাইল অ্যাপ)-র সঙ্গে তাদের ব্যবসার কোনও যোগ নেই৷ এই অ্যাপেই নাকি রাজ কুন্দ্রার প্রযোজনায় পর্ন ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল, এমনই জানতে পেরেছেন তদন্তকারীরা৷
advertisement
3/7
•স্বামীর সামনে দাঁড়িয়ে শিল্পা খুবই আবেগপ্রবণ হয়ে যান শিল্পা এবং তিনি জানান যে রাজের এহেন ব্যবহারে পরিবারের প্রতি নেতিবাচক প্রভাব পড়ছে৷ অনেকেই তাদের পরোক্ষে গালমন্দ করছে৷ এমনকী এর জেরে বহু তাঁকে ও তাঁর পরিবারকে জড়িয়ে বহু ব্যবসা ও ব্যবসায়িক চুক্তি মার খাচ্ছে৷ তাঁদের বাড়িতে উপস্থিত পুলিশ এই তথ্য সামনে এনেছে৷
advertisement
4/7
•তবে এরপর ৬ ঘণ্টা স্বামী-স্ত্রীকে একসঙ্গে জিজ্ঞাসাবাদের সময় বারবার শিল্পাকে রাজ বলেন যে তিনি নির্দোষ৷ তিনি পর্ন ছবি বানাচ্ছিলেন না, তৈরি হচ্ছিল ইরোটিকা অর্থাৎ কামধর্মী ছবি৷ এমন বহু ছবি তৈরি হচ্ছে বলিউডে এবং দেখানো হচ্ছে ডিজিটাল মাধ্যমে৷ ফলে এই মামলায় তিনি যে নির্দোষ প্রমাণিত হবেন, তা জোর দিয়েই বলেন রাজ কুন্দ্রা৷
advertisement
5/7
•তবে শিল্পাকে জিজ্ঞাসাবাদের পর বোঝা গিয়েছে যে, তিনি এই ব্যপারে কিছুই জানতেন না৷ রাজ কুন্দ্রার পর্ন ছবি তৈরির ব্যাপারে কোনও ভূমিকাই ছিল না তাঁর৷ তাই তাঁকে এখনই আর কোনও ভাবে ডেকে পাঠানো বা জেরা করা হবে না৷ জানিয়েছেন তদন্তকারীরা৷
advertisement
6/7
•তবে যতই স্বামীর উপর চিৎকার করুন না কেন, শিল্পা দাঁড়িয়েছেন তাঁর স্বামী রাজের পাশেই৷ রাজকে সমর্থন করে তিনি জানিয়েছেন যে, রাজের কোনও ভুল নেই৷ কারণ রাজ যে ধরণের ছবি তৈরি করছিলেন, তা প্রায়সই হয়ে থাকেষ তাই এতে তাঁর স্বামীর কোনও ভুল তিনি দেখতে পাচ্ছেন না, দাবি শিল্পার৷
advertisement
7/7
•ইতিমধ্যেই রাজের দুটি অফিসে তল্লাশি চালিয়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ৷ সেখানে উদ্ধার হয়েছে এক গোপন আলমারি ও এক রহস্যময় দেওয়াল৷ সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, যা এই তদন্তের কাজে আসবে বলে মনে করছে পুলিশ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Raj Kundra Porn case: পুলিশের সামনেই স্বামী রাজ কুন্দ্রার উপর প্রচন্ড চিৎকার করলেন শিল্পা শেট্টি, কান্নায় ভেঙে পড়লেন তারপর...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল