advertisement
1/6

♦ বয়ফ্রেন্ড মানিক কন্ট্রাক্টারের সঙ্গে বাগদান সারলেন মডেল তথা অভিনেত্রী পূজা বেদী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
♦ শোনা যাচ্ছে এ বছরের শেষদিকেই বিয়ের প্ল্যান করছেন এই কাপল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
♦ পূজা তাঁর ঘণিষ্ঠ মহলে জানিয়েছেন, ভ্যালেন্টাইনস ডে’তে মানিক পূজাকে প্রপোজ করেন ৷ এমনকী তিনি এও জানিয়েছেন, মানিক নাকি ভীষণরকম খেয়াল রাখেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
♦ একটি সাক্ষাৎকারে পূজা তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন ৷ পূজা জানিয়েছেন, মানিক প্রচণ্ড হাসিখুশি একজন মানুষ ৷ যিনি সাদরে আমার সন্তানদের আপন করে নিয়েছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
♦ ১৫ বছর হয়ে গেল পূজার সঙ্গে তাঁর প্রথম স্বামী ডিভোর্স হয়েছে ৷ এরপর থেকে একাই কেটেছে এতটা সময় ৷ তাঁর জীবনে আবার এসেছেন ‘মিস্টার রাইট’৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
♦ এদিকে পূজা বেদীর মেয়ে আলিয়া বলিউডে ডেবিউ করতে চলেছেন ৷ তাঁর জীবনের প্রচণ্ড গুরুত্বপূর্ণ সময় এটা ৷ বলিউডে এন্ট্রিটা যাতে মসৃণ হয়, সেই কারণে পূজা বেশ সতর্ক ৷ এর পাশাপাশি ছেলে ওমরের ছুটির দিনটাও দেখতে হবে ৷ সেই ভেবেই বিয়ের দিনটা ঠিক করা হবে বলে জানিয়েছেন পূজা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷