advertisement
1/7

♦ পুলওয়ামা জঙ্গি হামলার কারণে বলিউডে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি তারকারা। এই কারণে শিরোনামে রয়েছেন পাক অভিনেতা-অভিনেত্রীরা।
advertisement
2/7
♦ এ বার আটক হলেন জনপ্রিয় পাক-অভিনেতা ফাওয়াদ খান ৷
advertisement
3/7
♦ সেই খবরেই শোরগোল পড়ে গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷ কিন্তু কেন আটক হলেন ফাওয়াদ খান ?
advertisement
4/7
♦ পাকিস্তানি সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, যে সময় গোটা বিশ্ব পোলিও দূরীকরণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে ৷ তবে পাকিস্তানের জেহাদি গোষ্ঠীগুলি পোলিও বিরোধী অভিযান করে চলেছে ৷ তাঁরা শিশুদের পোলিও টিকা নেওয়ার ক্ষেত্রে বাঁধা দিচ্ছে ৷
advertisement
5/7
♦ এই অবস্থাতেই নিজের মেয়েকে পোলিও টিকা না খাওয়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই পাক-অভিনেতা ৷
advertisement
6/7
♦ অভিযোগ, পাকিস্তানে শুরু হয়েছে পোলিও দূরীকরণ প্রচারণা। সেই মতো মেয়েকে পোলিওর টিকা খাওয়ানোর আবেদন নিয়ে নায়কের বাড়িতে হাজিরা দিয়েছিল প্রধানমন্ত্রীর পোলিও টাস্কফোর্সের একটি অংশ। কিন্তু অভিযোগ, অভিনেতার স্ত্রী তাদের ফিরিয়ে দিয়েছেন। এরপরই গতকাল বুধবার পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে আটক করা হয় ৷
advertisement
7/7
♦ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পোলিও টাস্কফোর্সের মুখপাত্র বাবর বিন আতা দাবি করেছেন, ফাওয়াদের স্ত্রী সাফ জানিয়ে দেন, তারা মেয়েকে যুক্তরাজ্য থেকে টিকা দিয়ে নিয়ে এসেছেন। তাই দেশের পোলিও টিকা খাওয়ানোর প্রয়োজন নেই। এ ব্যাপারে অনুরোধ করা হলে এবং বিপদের আশঙ্কার কথা বললে নায়কের গাড়িচালক এসে দুর্ব্যবহার করেন তাদের সঙ্গে। এই ঘটনার প্রেক্ষিতে ফাওয়াদকে ফয়সাল টাউন এলাকার থানায় নিয়ে যাওয়া হয়েছে বুধবার রাতে।