Leander Paes Kim Sharma : অপেক্ষার অবসান! সোশ্যাল মিডিয়ায় সম্পর্কে সিলমোহর দিলেন কিম-লিয়েন্ডার...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Leander Paes Kim Sharma : ২০১৯ সালে কিম শর্মা, অভিনেতা হর্ষবর্ধন রানের (Harshvardhan Rane ) সঙ্গে সম্পর্কে ছিলেন।
advertisement
1/7

সোশ্যাল মিডিয়ায় এখন চর্টা শুরু অভিনেত্রী কিম শর্মা (Kim Sharma) ও টেবিল টেনিস প্লেয়াল লিয়েন্ডার পেজকে (Leander Paes) নিয়ে। কারণ দুজনেই তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়া Instagram-এ। তাই বলিউড থেকে খেলার দুনিয়ায় এই জুটির Instagram পোস্ট নিয়ে হইচই শুরু গিয়েছে। কিম ও লিয়েন্ডার তাঁদের নিজেদের Insta হ্যান্ডেলে থেকে দুজনের একটি সুন্দর ছবি পোস্ট করে, এই সুখবরটি তাঁদের ভক্তদের জানান।
advertisement
2/7
অভিনেত্রীর করা Instagram পোস্টটিতে দেখা যায় কিম হাসি মুখ নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন আর ভালোবাসার চোখে কিমকে দেখছেন লিয়েন্ডার। পোস্টটিতে কোনও ক্যাপশন তিনি লেখেননি। শুধু একটি ইমোজি দেন যেখানে দেখা যায় একটি কাপল একে অপরকে চুমু খাচ্ছে। লিয়েন্ডার এই একই ছবি তাঁর নিজের প্রোফাইলে শেয়ার করে ক্যাপশনে লেখেন ম্যাজিক।
advertisement
3/7
কিমের অনেক বন্ধু এই পোস্টটি দেখার পর কমেন্ট করতে শুরু করেন। মডেল উজ্জ্বলা রাওয়াত (Ujjwala Raut) এবং জুয়েলারি ডিজাইনার ফারাহ খান আলি (Farah Khan Ali ) হার্ট ইমোজি দেন। অন্যদিকে, ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা (Masaba Gupta) হার্টি ইমোজি দেন লিয়েন্ডার পেজের পোস্টে।
advertisement
4/7
চলতি বছরের জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় একটি ছবির সূত্রে কিম লিয়েন্ডারের ভালোবাসার খবর শোনা যায়। গোয়ার একটি রেস্তোরাঁতে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকেই বলিপাড়ায় গুঞ্জন শুরু হয়। এর পরের মাসে কিম এবং লিয়েন্ডার মুম্বইয়ে পাপারাত্জিদের ক্যামেরায় ধরা পড়ে।
advertisement
5/7
২০১৯ সালে কিম শর্মা, অভিনেতা হর্ষবর্ধন রানের (Harshvardhan Rane ) সঙ্গে সম্পর্কে ছিলেন বলে সূত্রের খবর। সেই বছরই তাঁদের ব্রেক আপও হয় বলে জানা গিয়েছে। এরপরই লিয়েন্ডারের সঙ্গে অভিনেত্রী কিম শর্মা সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।
advertisement
6/7
এই সম্পর্ক নিয়ে হর্ষবর্ধন রানেকে নিয়ে জিজ্ঞাসা করা হলে অভিনেতা কিমের নতুন সম্পর্ককে শীলমোহর দেন। অন্যদিকে লিয়েন্ডার, ২০০০ সালে মডেল রিয়া পিল্লাইকে (Rhea Pillai) বিয়ে করেন। তাঁদের একটি মেয়েও আছে। যার নাম আইয়ানা (Aiyana)।
advertisement
7/7
অভিনেত্রী কিম শর্মা বলিউডে ডেবিউ করেন ইয়াশ রাজ ফিল্মস প্রোডাকশনের (Yash Raj Films production) ব্যানারে মোহব্বাতে (Mohabbatein) ছবি দিয়ে। এরপর তাঁরে তুমসে আচ্ছা কৌন হ্যায় (Tum Se Achcha Kaun Hai), কেহেতা হ্যায় দিল বার বার (Kehtaa Hai Dil Baar Baar), টম ডিক অ্যান্ড হ্যারির (Tom, Dick and Harry) মতো ছবিতেও দেখা যায়।