ঠিক এই কারণেই হতে হতেও হয়নি Abhishek Bachchan-Karishma Kapoor-এর বিয়ে!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ভক্তরা নিশ্চিত ছিলেন যে বলিউডের দুই রয়্যাল পরিবার, কাপুর-বচ্চন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হত সেই সময়ে, কিন্তু . . .
advertisement
1/8

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের ছেলে অভিষেক বচ্চন ও কাপুর পরিবারের সন্তান করিশ্মা কাপুরের বিয়ের বিষটি আজও সবার স্মরণে আছে ৷ ফাইল ছবি ৷
advertisement
2/8
বলিউডের দুই রয়্যাল পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক হতে হতেও হয়নি ৷ ফাইল ছবি ৷
advertisement
3/8
অভিষেক ও করিশ্মার বিয়ের বিষয়ে বেশ কয়েক ধরনের গুজব সামনে এসেছে৷ অনেকের মতে অমিতাভ বচ্চনের জন্মদিনে অভিষেক-করিশ্মা কাপুরের পাকাদেখার কথা ঘোষণা করারই ছিল কিন্তু করেননি ৷ ফাইল ছবি ৷
advertisement
4/8
এই ঘটনার পর কেটে গিয়েছে অনেক কিন্তু এখনও মানুষ জানতে চান ঠিক কী কারণে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও করিশ্মা কাপুর (Karishma Kapoor) বিয়ে? ফাইল ছবি ৷
advertisement
5/8
মিডিয়া সূত্রে খবর ৬০ তম জন্মদিনেই কাপুর পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক জোড়ার বিষয়ে তোড়জোড় শুরু হয়েছিল ৷ ঘোষণা হয় অভিষেক-করিশ্মার বিয়ের ৷ বেশ কিছুদিন পর থেকেই খবর প্রচলিত হতে থাকে অভিষেক-করিশ্মার বিয়ে হচ্ছেনা ৷ ফাইল ছবি ৷
advertisement
6/8
আবার অনেক সূত্র থেকে জানতে পারা গিয়েছে অভিষেক ও করিশ্মার বিয়ে ভাঙার জন্য একমাত্র দায়ী করিশ্মার মা ববিতা ৷ অভিষেক (Abhishek Bachchan) ও করিশ্মার (Karishma Kapoor) বিয়ের আগে অমিতাভ বচ্চনকে শর্ত দিয়েছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
7/8
নিজের প্রচেষ্টার ববিতা করিশ্মা ও করিনাকে বলিউডে প্রতিষ্ঠিত করেন ৷ মা ববিতার চিন্তা ছিল বিয়ের পরে করিশ্মার ভবিষ্যত না নষ্ট হয় ৷ সবাই জানেন এক সময়ে অমিতাভ বচ্চন প্রবল আর্থিক সংকটে ভুগেছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
8/8
শর্ত হিসাবে ববিতা জানিয়েছিলেন পরিবারিক সম্পত্তি থেকে অভিষেকের অংশ আগেই লিখে দিতে ৷ এই কথা ভালভাবে নেননি বচ্চন পরিবার ফলে গড়তে গড়তে ভেঙে গেল অভিষেক ও করিশ্মা কাপুরের বিয়ে বিয়ে ৷ ফাইল ছবি ৷