Kareena kapoor Khan: Saif Ali Khan-এর প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন করিনা, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Kareena kapoor Khan: বড়সড় বিস্ফোরণে তুলকালাম সোশ্যাল মিডিয়ায়
advertisement
1/9

বলিউডের বেশ কিছু সম্পর্ক খুব ভালভাবে শুরু হলেও সেই সম্পর্ক শেষ পর্যন্ত স্থায়ী হয়নি সম্পর্ক ৷ বলিউডের নবাব পরিবারের সইফ আলি খান (Saif Ali Khan) ও অভিনেত্রী অমৃতা সিং (Amrita Singh)-এর সম্পর্ক প্রেম দিয়ে শুরু হয়েছিল ৷ সইফ আলি খান ও অমৃতা সিং-এর দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের দুই সন্তান বিয়ের ১৩ বছরের প্রেমের সংসার ভাঙে ৷ অমৃতা সিং দুই বাচ্চাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন (The two child of Amrita Singh and Saif Ali Khan are Sara Ali Khan and Ibrahim Ali Khan) ৷ তারপরে সইফ আলি খান করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan) বিয়ে করেন ৷ সারা-ইব্রাহিমের (Sara Ali Khan Ibrahim Ali Khan) সঙ্গে করিনার সম্পর্ক অত্যন্ত ভাল কিন্তু করিনা আজ পর্যন্ত অমৃতা সিং-এর সঙ্গে দেখা করেননি ৷
advertisement
2/9
সইফ আলি খানের (Saif Ali Khan) বেগম করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) আজ পর্যন্ত অমৃতা সিং-এর সঙ্গে কখনও কথা বলেননি ৷ দুই জনের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে জানিয়েছেন বেবো (করিনা কাপুর খান) ৷
advertisement
3/9
করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো কফি উইথ করণের সিজিন ৬-এ করিনা কাপুর খান ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পৌঁছেছে ৷ সেই সময়েই নানান কথাবার্তায় অমৃতা সিং প্রসঙ্গে জানিয়েছেন করিনা কাপুর খান ৷
advertisement
4/9
করণ জোহর (Karan Johar) করিনার (Kareena Kapoor Khan) সঙ্গে ব্যাক্তিগত জীবন নিয়ে নানান প্রশ্ন করছিলেন ৷ করিনাকে অমৃতা সিং-এর বিষয়ে প্রশ্ন করেছিলেন তারপরেই বেবো (Bebo) জানিয়েছিলেন তিনি অমৃতা সিং-এর সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি ৷ করিনার এই কথা শুনে চমকে গিয়েছিলেন ৷
advertisement
5/9
শো চলাকালীন করিনাকে প্রশ্ন করা হয়েছিল যে করিনা ও অমৃতার সঙ্গে কখনও কথাবার্তা হয়েছে (Kareena Kapoor Khan and Amrita Singh)? সেই প্রসঙ্গে করিনা বলেছিলেন তাঁর ও অমৃতার দেখা হয়নি, করিনা এও জানিয়েছেন তিনি অত্যন্ত সম্মান করেন অমৃতা সিং-কে (Kareena says that she is still respects Amrita Singh) ৷
advertisement
6/9
এই প্রশ্নের উত্তরে করিনার জবাবে হয়রান হয়েছে ৷ তিনি করিনাকে জিজ্ঞাসা করেন এক্কেবারেই দেখা হয়নি ৷ করিনা কাপুর খান জানিয়েছেন সইফের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার বেশ কয়েক বছর পর তাঁদের সঙ্গে দেখা হয়েছিল ৷ সেই সময়ে করিনা কাপুর খান একদমই সিঙ্গেল ছিলেন ৷
advertisement
7/9
বিবাহ বিচ্ছেদের পরে সইফ আলি খান (Saif Ali Khan) ও অমৃতা সিং (Amrita Singh) একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেননি ৷ অমৃতা দুই সন্তানকে মানুষ করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ৷ একই সঙ্গে জীবন অতিবাহিত হচ্ছে ৷
advertisement
8/9
করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) সঙ্গে অমৃতার (Amrita Singh) সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গে আত্মিক টান অনুভব করেন ৷ সারা ও ইব্রাহিম করিনাকে বিশেষ সম্মান শ্রদ্ধা করেন ৷
advertisement
9/9
সইফ আলি খান ও করিনা কাপুর খানের বিয়ে হয় ২০১২ (Kareena Kapoor Khan and Saif Ali Khan got married in 2012) ৷ তশনের শুট্যিং-এ সইফ আলি খান ও করিনা কাপুরের মধ্যে প্রেম হয় ৷ তারপরেই তাঁরা একে অপরের সঙ্গে ডেট করেন ৷ বর্তমানে করিনা ও সইফ আলি খানের দুই পুত্র-সহ সুখের সংসার ৷