advertisement
1/7

•• জন আব্রাহাম মানে বাইকের প্রতি ভালোবাসা ৷ আবার জন মানেই ফুটবলের প্রতি অমোঘ টান ৷ জন যে কত বড় ফুটবলপ্রেমী ৷ তা অভিনেতা বারবারই সে কথা নিজে মুখেই জানিয়েছেন ৷ নর্থ-ইস্ট ইউনাইটেডের অন্যতম মালিক জনকে এবার দেখা যাবে অন্য ভূমিকায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
•• এবার মোহনবাগানের অধিনায়ক হতে চলেছেন জনকে ৷ না রিয়েল নয় ৷ রিল লাইফেই ঘটতে চলেছে এই ঘটনা ৷ মোহনবাগানের কিংবদন্তি ফুটবলার শিবদাস ভাদুড়ির চরিত্রে অভিনয় করতে চলেছেন জন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
•• ১৯১১ সালে মোহনবাগানের শিল্ড জয়ের এক কারিগর শিবদাস ভাদুড়ির নেতৃত্বে সে দিন ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। সে দিন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম লড়াই জিতে নিয়েছিল ভারত ফুটবলের মাঠ থেকে। ম্যাচের ফল হয়েছিল মোহনবাগানে পক্ষে ২-১। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
•• এক বার্তায় জন বলেন, ‘‘১৯১১-এর ম্যাচ শুধু কোচ, প্লেয়ার বা ফুটবলের জন্য এতটা বিশেষ, এতটা গুরুত্বপূর্ণ নয়। এই ম্যাচ ভারতের স্বাধীনতা আন্দোলনে একটা ছাপ রেখে গিয়েছে। যেমন ‘পরমানু', মানুষকে আনন্দ দিতে দিতে শিক্ষিত করার ধারণা।'' ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
•• নিখিল আডবানি এই ছবিটির পরিচানলার দায়িত্ব সামলাতে চলেছেন ৷ এই ছবি নিয়ে উচ্ছ্বসিত আডবানি । তিনি জানিয়েছেন, তিনি সব সময় এমন একটা ছবি বানাতে চেয়েছিলেন যার প্রেক্ষাপট হবে। যেখানে সেখানকার সংস্কৃতি, মানুষ, ঐতিহ্য নিয়ে কথা বলা যাবে। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
•• এই ছবির প্রযোজনা করছে জন আব্রাহামের প্রোডাকশন জেএ এনটারটেইনমেন্ট, আদবানির এমে এনটারটেইনমেন্ট ও ভুষণ কুমারের টি-সিরিজ। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
•• ২০১৯-এর নভেম্বরেই শুটিং শুরু হওয়ার কথা। ২০২০তে রিলিজ হবে এই ছবি। তিন মাস শুটিং হবে কলকাতায়। এর আগে বাংলায় এই ১৯১১ নিয়ে ছবি ইতিমধ্যেই হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম ৷