advertisement
1/6

১• ইতিমধ্যেই বিয়ের জন্য ইতালিতে উড়ে গিয়েছেন রণবীর-দীপিকা ৷ অন্যদিকে নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ ধীরে ধীরে সেই বিয়ের জন্যও সেজে উঠছে জোধপুরের উমেদ ভবন ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
2/6
২• এই দুই বিয়ের খবরে রীতিমতো সরগরম বলি পাড়া ৷ এর মাঝেই এল আরও একটি খুশির খবর ৷ আবার সানাই বাজতে চলেছে বি-টাউনে ৷ কিন্তু এবারের পাত্র-পাত্রীটি কে ? ছবি: সংগৃহীত ৷
advertisement
3/6
৩• বি-টাউনে আবার বিয়ের খবর ৷ আবার সানাই বাজতে চলেছে ৷ এবার পাত্র-পাত্রীটি ? ছবি: সংগৃহীত ৷
advertisement
4/6
৪• ‘কফি উইথ করণ’-এ এসে নাতাশা দালালের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন বরুণ ধাওয়ান ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
5/6
৫• একই সঙ্গে নায়ক এও জানিয়ে দিলেন যে, খুব তাঁর গার্লফ্রেন্ড নাতাশাকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
6/6
৬• করণ জোহর বরুণকে তাঁর এবং নাতাশার সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘‘আমি ওকে ডেট করছি ৷ এবং আমরা দু’জন কাপল ৷ আর আমার নাতাশাকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে ৷’’ ছবি: সংগৃহীত ৷