জুলাইয়ে প্রথমবার সিঁদুর পরে সামনে এসেছিলেন, অক্টোবরেই পুত্র সন্তানের মুখ দেখলেন স্বপ্না চৌধুরী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
লটকা ঝটকায় মাতোয়ার করে শিরোনাম ছিনিয়ে নেন, এবার ঝটপট ‘মা’ হয়ে এলেন শিরোনাম!
advertisement
1/8

লটকা-ঝটকা -ঠুমকা অনেক দিয়েছেন৷ তাঁর নাচগানে মুগ্ধ আসমুদ্র হিমাচল৷ তিনি হরিয়ানভি গায়িকা স্বপ্না চৌধুরি৷ তাঁর একাধিক ভাইরাল ভিডিও দিয়ে একাধিকবার শিরোনাম ছিনিয়ে নিয়েছেন লাস্যময়ী সুন্দরী৷ Photo- Instagram
advertisement
2/8
৩০ এই সুন্দরী কবে কার গলায় বরমাল্য দেবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল৷ এ বছরের জানুয়ারি মাসে প্রথমবার সামনে এ বছরেই কোনও একটা সময় বিয়ে করবেন সুন্দরী৷ তাও নিজের রাজ্যেরই কাউকে ৷ Photo- Instagram
advertisement
3/8
পরে তাঁর হবু স্বামীর নাম প্রকাশ্যে আসে- তিনি হরিয়ানার পপুলার মুখ বীর সাহু৷ একে অপরের সঙ্গে চার বছর ধরে গুপচুপ ডেটিং করছিলেন দু -জনেই৷Photo- Instagram
advertisement
4/8
তবে কবে বিয়ে সারলেন স্বপ্না সেই খবর কিন্তু সামনে আসেনি৷Photo- Instagram
advertisement
5/8
জুলাই মাসে নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে প্রথমবার সিঁদুর পরা অবস্থায় ছবি দেন স্বপ্না৷Photo- Instagram
advertisement
6/8
আসলে করোনা পরিস্থিতিতে বিয়ের বিষয় নিয়ে কোনও খবরই দেননি হরিয়ানভি সুন্দরী৷Photo- Instagram
advertisement
7/8
এরপর আর বেশি দেরি করেননি জুলাইয়ে সিঁদুর পরা ছবি পোস্টের চার মাসের মধ্যেই সন্তান জন্ম দিলেন স্বপ্না চৌধুরি৷Photo- Instagram
advertisement
8/8
তাঁর স্বামী বীর সাহু খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন, জানিয়েছেন ৪ অক্টোবর স্বপ্না পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷Photo- Instagram