ভারতীয় ক্রিকেটে অন্য অনুষ্কার এন্ট্রি! ক্রিকেটারকেই বিয়ে করছেন বাহুবলীর নায়িকা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

আবার এক অনুষ্কা পা রাখতে চলেছেন ভারতীয় ক্রিকেটে৷ দক্ষিণী সুপারস্টার অনুষ্কা শেট্টি বিয়ে করছেন ক্রিকেটারকেই৷ নানা জল্পনা কাটিয়ে এমন খবরই সামনে আসছে৷
advertisement
2/8
নায়িকাদের সঙ্গে ক্রিকেটাদরে প্রেম একেবারেই নতুন নয়৷ শর্মিলা ঠাকুর থেকে শুরু করে হালের অনুষ্কা শর্মা৷ তবে শুধু বিরাট কোহলি নন৷ এই মুহূর্তে ভারতীয় দলের প্রায় বহু ক্রিকেটারের ঘরণী বলি নায়িকা৷ এবার তাদের ব্রিগেডে যোগ দিতে চলেছেন অনুষ্কা শেট্টি৷
advertisement
3/8
বাহুবলীর নায়িকা হিসেবে তিনি মুম্বই ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা অর্জন করেন৷ তবে দক্ষিণে তিনি সুপারস্টার৷
advertisement
4/8
অনুষ্কার সঙ্গে প্রভাসের প্রেম নিয়েও নানান জল্পনা হয়েছে৷ বাহুবালীর নায়িক-নায়িকা প্রেম করছেন৷ এমন কথা বহুবার উঠেছে৷ তবে সে নিয়ে কখনওই মুখ খোলেননি দু’জনে৷ এবার তো একেবারে অন্য কথাই উঠে এল৷
advertisement
5/8
অনুষ্কার সঙ্গে প্রভাসের প্রেম নিয়েও নানান জল্পনা হয়েছে৷ বাহুবালীর নায়িক-নায়িকা প্রেম করছেন৷ এমন কথা বহুবার উঠেছে৷ তবে সে নিয়ে কখনওই মুখ খোলেননি দু’জনে৷ এবার তো একেবারে অন্য কথাই উঠে এল৷
advertisement
6/8
এর আগে বলিউড নায়িকা অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ে হয় বিরাটের৷ সুখে সংসার করছেন দু’জনে৷
advertisement
7/8
মণীশ পান্ডের সঙ্গে বিয়ে হয় তালিম অভিনেত্রী অশ্রিতা শেট্টির৷
advertisement
8/8
মণীশ পান্ডের সঙ্গে বিয়ে হয় তালিম অভিনেত্রী অশ্রিতা শেট্টির৷