TV Serials: হারিয়ে গিয়েছেন টিভির পর্দা থেকেই! বিয়ের পরেই এই তারকা সুন্দরীদের ওজন বেড়েছে কেরিয়ারে লেগেছে ব্রেক!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
হারিয়ে গিয়েছেন! বিয়ের পরেই এই তারকা সুন্দরীদের ওজন বেড়েছে কেরিয়ারে লেগেছে ব্রেক!
advertisement
1/7

ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাধারণত একটি কথা প্রচলিত আছে যে বিয়ে হয়ে গেলেই কেরিয়ার প্রায় শেষ হয়ে যায় (It is generally believed in the film industry that the career of actresses almost ends after marriage) ৷ তবে সব সময়েই বিয়ে কেরিয়ার শেষের দিকে নিয়ে যায়না ৷ নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েছেন তাই কেরিয়ার থেকে অনেক দূরেই থাকেন ৷ অনেকেই ডায়েট ভুলে যান ৷ ব্যক্তিগত কারণেই ইন্ডাস্ট্রি ছেড়েছেন ৷ এক নজরে সেই সমস্ত অভিনেত্রীদের দেখে নেওয়া যাক যাঁরা বিয়ের পরে কেরিয়ারকে বিদায় জানিয়েছেন ৷ (Photo Credits: @DipikaKakkar/vahbz/itsmekratika/instagram) ৷
advertisement
2/7
টিভির জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কড় (Dipika Kakar) ৷ বিয়ের পর দীপিকা কক্কড় বিয়ের পরে কাঁহা হাম কাঁহা তুমে কাজ করেছেন ৷ এই শো শেষ হওয়ার পরে দীপিকা বাড়িতে বসে যায় ৷ সূত্রের খবর তারপর থেকে বড় প্রজেক্টে কাজ করেননি ('Kahan Hum Kahan Tum'. After this show ended, Dipika Kakar sat at home. According to the report, these days the actress is not working on any big projec) ৷ ফাইল ছবি ৷
advertisement
3/7
বিয়ের পরে কৃতিকা সেনগারকে (Kritika Sengar) টিভিতে দেখতে পাওয়া যায়নি ৷ তবে কিছুদিন আগেই কৃতিকা সেনগারকে শেষবার ছোটপর্দায় দেখতে পাওয়া গিয়েছে ছোটি সর্দারনি (Choti Sarrdaarni) ৷ কিন্তু বর্তমানে তাঁকে আর টিভিতে দেখতে পাওয়া যায়না ৷ @Kratika Sengar Instagra ৷
advertisement
4/7
সবাইকে চমকে দিয়ে লকডাউনে বিয়ে করেছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Pooja Banerjee) ৷ পূজাকে দেখতে পাওয়া গিয়েছে ধারাবাহিক দেবকা দেব মহাদেবে (Pooja Banerjee was seen in 'Devo Ke Dev Mahadev') ৷ মা হওয়ার পরে পূজা ওজন অনেকটাই বেড়ে গিয়েছে ৷ বর্তমানে টিভির থেকে অনেক দূরে পূজা বন্দ্যোপাধ্যায় ৷ @Puja Banerji/instagram ৷
advertisement
5/7
টিভির অন্যতম নাম রশ্মি দেশাই (Rashmi Desai) ৷ তারপরে বিয়ে হয়ে গিয়েছে রশ্মির, তারপর কিচউ সমস্যায় পড়ে গিয়েছেন ৷ তিনি বিগ বস ১৪ এসে ভাগ্যের পরিবর্তন হয় তারপর থেকে রশ্মি দেশাই কাজ করতে ফের শুরু করেন (after coming to Bigg Boss 14, Rashmi Desai's luck turned and she started getting work) ৷ ফাইল ছবি ৷
advertisement
6/7
টিভির অন্যতম নাম রশ্মি দেশাই (Rashmi Desai) ৷ তারপরে বিয়ে হয়ে গিয়েছে রশ্মির, তারপর কিচউ সমস্যায় পড়ে গিয়েছেন ৷ তিনি বিগ বস ১৪ এসে ভাগ্যের পরিবর্তন হয় তারপর থেকে রশ্মি দেশাই কাজ করতে ফের শুরু করেন (after coming to Bigg Boss 14, Rashmi Desai's luck turned and she started getting work) ৷ ফাইল ছবি ৷
advertisement
7/7
এই তালিকার পরবর্তী নাম জুহি পারমার (Juhi Parmar) ৷ বিয়ের পরে ধারাবাহিক কুমকুম ভাগ্যর অভিনেত্রীর ওজন বেড়ে যায় (After marriage, the weight of TV's Kumkum also increased a lot) ৷ বেশ কয়েক বছর পরে রুপোলি পর্দায় ফিরে এলে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেন তাঁকে (When he returned after years, people rejected Juhi Parmar outright. In such a situatio) ৷ @JuhiParmar/instagram ৷