TRENDING:

RIP Dilip Kumar: নিঃসন্তান দিলীপ-সায়রা বানুর জীবনে শাহরুখ ছিলেন সন্তানের মতো

Last Updated:
শাহরুখ খানকে (Shahrukh Khan) মুহ বোলা বেটা বলতেন দিলীপ কুমার-সায়রা বানু (Dilip Kumar -Siara Banu) ৷
advertisement
1/6
নিঃসন্তান দিলীপ-সায়রা বানুর জীবনে শাহরুখ ছিলেন সন্তানের মতো
*জীবনে পেয়েছেন সব কিছুই, একমাত্র পিতৃসুখ থেকে বঞ্চিত থেকেছেন দিলীপ কুমার ৷ যা নিয়ে সারাজীবনই ছিল তাঁর হতাশা৷ সে কারণেই তো শাহরুখ খানকে সন্তান স্নেহে দেখতেন দিলীপ কুমার ও সায়রা বানু৷ শাহরুখকে মু বোলা বেটা বলতেন দিলীপ কুমার ও সায়রা বানু৷ সে কথা নিজেরাই জানান৷
advertisement
2/6
*দীর্ঘ পাঁচ দশকের অভিনয় জীবন ছিল দিলীপ কুমারের৷ কেরিয়ারের একাধিক ছবিতে এই মেথড এবং জনপ্রিয়তার রেকর্ড গড়েছেন দিলীপ কুমার। এই সব উচ্চবিত্ত চরিত্রে অভিনয়ের মাইলফলক গড়লেও এই দিলীপ কুমারই অনায়াসে হয়ে উঠেছেন ছবিতে খেটে খাওয়া জনতার প্রতিনিধি। ১৯৯১ সালে পদ্মভূষণ (Padma Bhushan), ২০১৫ সালে পদ্মবিভূষণ (Padma Vibhushan) সম্মানিত তিনি৷ ৯৮ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সকলের প্রিয় দিলীপ সাব৷
advertisement
3/6
*হেমা মালিনী পরিচালিত ছবি দিল আশনা হ্যায়-র মহরতে গিয়েছিলেন দিলীপ কুমার৷ তখন থেকেই শাহরুখকে পছন্দ হয় দিলীপ সাহেবর৷ শাহরুখের অভিনয়ও পছন্দ করতেন দিলীপ কুমার ও সায়রা বানু৷ সায়রা বানু বলেন জানিয়েছেন যে যদি তাদের সন্তান থাকত, তাহলে শাহরুখের মতোই হত৷
advertisement
4/6
*কিছু বছর আগে দিপীল কুমার অসুস্থ হয়ে পড়েন৷ বয়স জনিত কারণেই এই অসুস্থতায় পড়েন তিনি৷ তখন তাঁর সঙ্গে দেখা করতে যান শাহরুখ৷ সেখানে গিয়ে দিলীপ কুমার ও সায়রা বানু, দু’জনের সঙ্গেই দেখা হয় শাহরুখের৷ ট্যুইটে সায়রা বানু জানান যে তাদের মুহ বোলা বেটা শাহরুখ এসেছিলেন দেখা করতে৷ সেই সন্ধের কিছু ছবিও পোস্ট করা হয়৷
advertisement
5/6
*অন্যদিকে খুব অল্প বয়সে নিজের বাবা-মাকে হারিয়েছেন শাহরুখ খান৷ ইন্ডাস্ট্রিতে শুরু দিকে তাঁর চালচলন ও হাবভাব ছিল অনেকটাই দিলীপ কুমারের মতো৷ সেক্ষেত্রে শাহরুখও খুবই অনুপ্রাণিত ছিলেন দিলীপ কুমারের দ্বারা৷
advertisement
6/6
* দিলীপ কুমারের মৃত্যু শোকাহত শাহরুখ৷ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বলিউড বাদশাহ৷ সায়রা বানুর সঙ্গে দেখা করেন তিনি৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
RIP Dilip Kumar: নিঃসন্তান দিলীপ-সায়রা বানুর জীবনে শাহরুখ ছিলেন সন্তানের মতো
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল