Shahrukh Khan|Gauri Khan|Aryan Khan|Diwali 2021: মন্নতে শাহরুখ-গৌরির বড় সিদ্ধান্ত আরিয়ানের জন্য! ছেলেকে নিয়ে মা-বাবার নজিরবিহীন পদক্ষেপ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shahrukh Khan|Gauri Khan|Aryan Khan|Diwali 2021: বাড়িতে অন্য রূপে এবার বলিউডের বাদশা শাহরুখ খান
advertisement
1/9

বলিউডের বাদশা শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরি খানের কাছে অক্টোবর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ২০২১ সালের অক্টোবর মাস কোনও ভাবেই ভুলতে পারবেন না শাহরুখ খান (October 2021 was not good for Baadshah of Bollywood Shahrukh Khan) ৷ ফাইল ছবি ৷
advertisement
2/9
কেননা এই অক্টোবরেই শাহরুখ (Shahrukh Khan) ও গৌরির (Gauri Khan) প্রাণের চেয়েও প্রিয় সন্তান আরিয়ান খানের (Aryan Khan) জন্য ২৭ দিন পরে স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছেন কেননা এই ২৭ দিন জেলে কাটিয়েছেন শাহরুখ-গৌরির বড় ছেলে আরিয়ান ৷ ফাইল ছবি ৷
advertisement
3/9
শাহরুখ (Shahrukh Khan) ও গৌরির (Gauri Khan) জীবনের এই টানাপোড়েন প্রত্যক্ষ করেছে মন্নতও ৷ অবশেষ একটু রেহাই পাওয়া গিয়েছে যখন আরিয়ান শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন (Conditional bail has been granted for Aryan Khan) ৷ ফাইল ছবি ৷
advertisement
4/9
কিন্তু এবার ছেলেকে নিয়ে বাবা-মায়ের বড় সিদ্ধান্ত যা আরিয়ানকে মানতেই হবে ৷ শাহরুখ ও গৌরি ছেলের জীবন শুধরাতেই এমন পদক্ষেপ করেছেন বলেই জানা গিয়েছে ৷ যাতে আরিয়ান ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন ৷ ফাইল ছবি ৷
advertisement
5/9
শাহরুখ (Shahrukh Khan)-গৌরি (Gauri Khan) তাঁর বড় ছেলে আরিয়ানকে অত্যন্ত ভালবাসেন ৷ জেল থেকে বেরিয়ে আসতে চোখের সামনেই রাখতে চান ছেলেকে ৷ এই কারণে বেশ কঠোর নিয়মের মধ্যেই থাকতে হবে আরিয়ান খানকে ৷ ফাইল ছবি ৷
advertisement
6/9
এবার থেকে ছায়ার মত আরিয়ানের (Aryan Khan) সঙ্গে সঙ্গে থাকবে রবি সিং, রবি সিং আসলে শাহরুখ খানের বডিগার্ড (Ravi Singh is the body guard of Shahrukh Khan), কিন্তু এখন থেকে তিনি আরিয়ানের সঙ্গে থাকবেন ৷ প্রতিটি মুহূর্তের তথ্য তুলে দেবেন শাহরুখ খানকে ৷ ফাইল ছবি ৷
advertisement
7/9
অন্যদিকে মা গৌরি খান ছেলের শরীর স্বাস্থ্য নিয়েই অত্যন্ত চিন্তিত ৷ ছেলের জন্য গোপন রুটিনের কথা ভেবেছেন গৌরি খান ৷ ২৭ দিন ছেলেকে ছেড়ে আছেন তিনি ৷ ছেলের জীবনের কিছুটা শৃঙ্খলা আনার জন্য বেশকিছু পদক্ষেপ নিচ্ছেন গৌরি ৷ ফাইল ছবি ৷
advertisement
8/9
জানতে পারা গিয়েছে আরিয়ানের বাবা-মা ছেলের সঙ্গে বেশি বেশি করে সময় কাটাচ্ছেন ৷ দিনের শুরু করছেন আরিয়ান হাল্কা যোগ ব্যায়ামের মাধ্যমে ৷ ফাইল ছবি ৷
advertisement
9/9
শাহরুখ খান একটি তালিকা প্রকাশ তৈরি করে দিয়েছেন ৷ লেখাপড়া, বিনোদনের একটি তালিকা প্রস্তুত করে দিয়েছেন যেটা অনুসরণ করাই এখন আরিয়ানের প্রথম কাজ ৷ ফাইল ছবি ৷