TRENDING:

সকলকে খালি নীতি পাঠ করান ‘Queen’, তিনি কিনা উর্ধ্বাঙ্গ শুধু লেসের অন্তবার্সে ঢেকে ছবি তুললেন, Viral Kangna Ranaut!

Last Updated:
বলিউডে (Bollywood) গসিপ (gossip) কখনই কম হয় না, অভিনেতারা নিজেরাই তা জোগান দেন! উর্ধ্বাঙ্গে শুধুই অন্তর্বাস,তাও আবার লেসের, কিছুই তো প্রায় ঢাকছে না, নেটিজেনদের তোপের মুখে কঙ্গনা রানাওয়!
advertisement
1/5
খালি নীতি পাঠ করান, উর্ধ্বাঙ্গ শুধু লেসের অন্তবার্সে ঢেকে কঙ্গনার ছবি ভাইরাল!
#মুম্বই: সকলেই বেজায় চটেছেন বলিউড সুন্দরী কঙ্গনা রানাওয়েতের (Kangna Ranaut) ওপর! কারণ আর কিছুই নয়৷ বলিউড অভিনেত্রীদের পেশার কারণেই খুল্লমখুল্লা পোশাক পরতে করতে হয় বোল্ড ফটোশ্যুট! তখন একেবারে নীতিবাগিশ সনাতন ভারতের রীতি মানা হিসেবে ধেয়ে আসে কঙ্গনার ব্যাঁকা মন্তব্য৷ এবার তিনিই কিনা একেবারে খুল্লমখুল্লা পোশাকে ফটো দিলেন নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে৷ Photo Courtesy- Kangna Ranaut/Instagram
advertisement
2/5
দুধ -সাদা মাখন ত্বকের শরীরে উর্ধ্বাঙ্গে শুধুই লেসের অন্তর্বাস৷ ফিতের মতো স্ট্র্যাপ৷ উদ্ভিন্ন যৌবনকে আটকায় তার সাধ্য কি এই ছোট্ট অন্তর্বাসের৷ Photo Courtesy- Kangna Ranaut/Instagram
advertisement
3/5
ক্লিভলাইনের উঁকিঝুঁকি নয় একেবারে খুল্লমখুল্লা বক্ষ বিভাজিকা, মন দিয়ে দেখলে লেসের অন্তর্বাসে আরও অনেক কিছুরই ছায়া আটকাচ্ছে ! আর এতেই বেজায় চটেছেন বিভিন্ন মানুষ৷ Photo Courtesy- Kangna Ranaut/Instagram
advertisement
4/5
বিভিন্ন সময় ধর্মের ধ্বজা ধরে কঙ্গনা রানাউত দ্বিচারিতার অভিনয় করেন এমনটাই অভিযোগ৷ Photo Courtesy- Kangna Ranaut/Instagram
advertisement
5/5
তাই কঙ্গনা রানাউতের খোলামেলা বোল্ড ফটোতে কমেন্টে একেবারে তাঁকে ধুয়ে দিয়েছেন নেটিজেনরা৷ তাঁর চলনবলন নিয়ে একেবারে অখুশি সকলেই৷ Photo Courtesy- Kangna Ranaut/Instagram
বাংলা খবর/ছবি/বিনোদন/
সকলকে খালি নীতি পাঠ করান ‘Queen’, তিনি কিনা উর্ধ্বাঙ্গ শুধু লেসের অন্তবার্সে ঢেকে ছবি তুললেন, Viral Kangna Ranaut!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল