Bollywood Gossip: আত্মহত্যা নয়! মৃত্যুর এত বছর পরে দিব্যা ভারতীকে নিয়ে বড় সত্য ফাঁস করলেন তাঁরই নায়ক
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: কামাল সাদানার কথায় বিরাট বিস্ফোরণ! ফের চর্চায় দিব্যা ভারতী
advertisement
1/13

বলিউডের অন্যতম ট্যালেন্টেড ও প্রতিভাবান নায়িকাদের মধ্যে অন্যতম দিব্যা ভারতী ৷ অত্যন্ত অল্প বয়সেই পৃথিবীকে আলবিদা করেছেন দিব্যা ভারতী ৷ ফাইল ছবি ৷
advertisement
2/13
কিন্তু আজ পর্যন্ত এটি পরিষ্কার হয়নি যে কীভাবে আবাসনের ব্যালকনি থেকে পড়ে গেলেন তিনি ৷ তারই মাঝে দিব্যা ভারতীর নায়ক কামাল দানার একটি কথাতেই অনেক কিছুই পরিষ্কার হয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
3/13
তিনি জানিয়েছেন দিব্যা ভারতী কোনও ভাবেই আত্মহত্যা করতে পারেন না ৷ সিদ্ধার্থ কন্নন একটি সাক্ষাৎকারে জানিয়েছেন দিব্যা ভারতীর মৃত্যু সংবাদে তিনি অত্যন্ত পরিমাণে মর্মাহত হয়েছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
4/13
তাঁর সঙ্গে কাজ করতে অত্যন্ত পরিমাণে মজা লাগত ৷ শ্রীদেবীর নকল থেকে টুকিটাকি অনেক স্মৃতিই রয়েছে স্মৃতির পাতায় ৷ ফাইল ছবি ৷
advertisement
5/13
সব থেকে আশ্চর্যের বিষয় এটাই যে সিদ্ধান্ত দিব্যা ভারতীয় মৃত্যুর কিছুদিন আগেই তাঁরা একটি ছবির শ্যুটিং সম্পন্ন করেন ৷ ফাইল ছবি ৷
advertisement
6/13
কামাল সাদানা জানিয়েছেন সেই সময়ে দিব্যা ভারতীর হাতে বেশ কিছু সিনেমা ছিল ৷ উজ্জ্বল ভবিষ্যতও ছিল তাঁদের ৷ তিনি মনে করেন একটু মদ্যপান করেছিলেন দিব্যা ভারতী ৷ ফাইল ছবি ৷
advertisement
7/13
আনন্দ করছিলেন সেই সময়েই বেসামাল হয়ে পড়ে যান দিব্যা ৷ তারপরেই ঘটে চরম ঘটনা ৷ কিছু আগেও দিব্যা ভারতী ঠিক ছিলেন করছিলেন শ্যুটিংও ৷ ফাইল ছবি ৷
advertisement
8/13
কোনও রকমের সমস্যাও ছিলনা, প্রচুর ছবি হাতে ছিল ৷ শ্যুটিং-ও সম্পন্ন হয় ৷ মাত্র ১৯ বছর বয়সেই প্রয়াত হন দিব্যা ভারতী ৷ ফাইল ছবি ৷
advertisement
9/13
শোলা অউর শবনম, বিশ্বত্মা, দিওয়ানা, দিল কা কেয়া কসুর-সহ ধামাকাদার ছবিতে অভিনয় করেন দিব্যা ভারতী ৷ ফাইল ছবি ৷
advertisement
10/13
১৯৯৩ সালে প্রয়াত হন দিব্যা ভারতী ৷ মৃত্যুর পরে দিব্যা ভারতীর বাবার বয়ান দিব্যা ভারতীর মৃত্যু শুধুই একটি দুর্ঘটনা ৷ ফাইল ছবি ৷
advertisement
11/13
দিব্যা ভারতীর আত্মহত্যার প্রসঙ্গ নিয়ে তাঁর বাবা জানিয়েছিলেন আত্মহত্যা বা হত্যার প্রশ্ন নয়, আসলে একটু মদ্যপান দিব্যা করেছিলেন এটাই বড় বিষয় ৷ ফাইল ছবি ৷
advertisement
12/13
কোনও রকম ভাবেই ডিপ্রেশনে ছিলেন না তিনি ৷ শরীরের ভারসাম্য না রাখতে পেরেই এই বিপত্তি ৷ আফসোসের বিষয় এটাই যে ওই আবাসনের প্রতিটি ফ্ল্যাটেই গ্রিল থাকলেও দিব্যা ভারতীর ফ্ল্যাটে কোনও গ্রিল ছিলনা ৷ ফাইল ছবি ৷
advertisement
13/13
আবাসনের নীচে সর্বদা গাড়ি থাকত কিন্তু সেইদিন কোনও গাড়ি ছিলনা ৷ ফাইল ছবি ৷