TRENDING:

নিজের সৎ মা-কে ঘেন্না করতেন , বিস্ফোরক স্বীকারোক্তি বলি নায়িকার

Last Updated:
বিবাহ বহির্ভূত সম্পর্ক , মা -বাবা-র আলাদা হয়ে যাওয়ার কারণে ছোটদের জীবনে কু প্রভাব পড়ে৷ আর সেটাই হয়েছিল...
advertisement
1/5
নিজের সৎ মা-কে ঘেন্না করতেন , বিস্ফোরক স্বীকারোক্তি বলি নায়িকার
দীর্ঘ সময় পরে বোম্বে বেগমস (Bombay Begams) কামব্যাক করছেন বি টাউনের এক ফেভারিট অভিনেত্রী পূজা ভাট৷ তিনি ক্যামেরার পিছনে অনেক দিন কাজ করেছেন এবার ফের আসছেন সামনে৷ তিনি পূজা ভাট (Pooja Bhatt)৷ ডেডি (Daddy)ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ তাঁর৷ এছাড়াও রয়েছে তাঁর সুপারহিট ছবি দিল হ্যায় কে মানতা নেহি৷ নিজের সরল রূপ দিয়ে সকলের ঘরের মেয়ে হয়ে গিয়েছিলেন তিনি ৷ Photo-File
advertisement
2/5
মহেশ ভাট (Mahesh Bhatt) নিজের বাবা-র খুব কাছের৷ মহেশ কন্যা জানিয়েছিলেন অভিনয় তাঁর রক্তে৷ কিন্তু ছোটবেলায় তাঁর খুব কঠিন কেটেছিল৷ Photo-File
advertisement
3/5
পূজা ভাটের মা কিরণ ভাট -মহেশ ভাটের থেকে আলাদা হয়ে যান, কারণ ছিল সোনি রাজদান৷ মহেশের অবৈধ সম্পর্কের জেরে তাঁদের মধ্যে রোজ ঝগড়া হত৷ মা -বাবা-র মধ্যে রোজকার ঝগড়া দেখে বড় হচ্ছিলেন পূজা৷ সেই সময়ে সোনিকে অসম্ভব ঘেন্না করতেন তিনি৷ এদিকে মহেশ নিজের মেয়েকেই প্রথম জানিয়েছিলেন তিনি সোনিকে বিয়ে করতে চলেছেন৷ সে সময় তাঁর নিজের মায়ের জন্য খুব খারাপ লাগত৷ Photo-File
advertisement
4/5
সোনি রাজদান শুরু থেকেই পূজা ভাটের সঙ্গে সম্পর্ক খুব ভালো রেখেছিলেন৷ এখন নিজের সৎ মা সোনি ও সৎ বোন আলিয়ার সঙ্গে সম্পর্ক ভালো ৷ এখন তাঁদের জীবনে সবকিছু খুব স্বাভাবিক৷ Photo-File
advertisement
5/5
বিবাহ বহির্ভূত সম্পর্ক , মা -বাবা-র আলাদা হয়ে যাওয়ার কারণে ছোটদের জীবনে কু প্রভাব পড়ে৷ আর সেটাই হয়েছিল পূজার জীবনে৷ আর বড় হয়ে পরিণত হওয়ায় পুরো বিষয়টিকে অন্য নজরে দেখা যায় তাই তখন সব অনেক কিছু ঠিক হয়ে যায়৷ Photo-File
বাংলা খবর/ছবি/বিনোদন/
নিজের সৎ মা-কে ঘেন্না করতেন , বিস্ফোরক স্বীকারোক্তি বলি নায়িকার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল