Diwali 2021|Viral Photos|Juhi Chawla cleans House: কোটি কোটি টাকার মালকিন জুহি চাওলা ঘর পরিষ্কার করছেন, ছবি মুহূর্তেই ভাইরাল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Viral Photos|Juhi Chawla cleans House|Bollywood|Gossip: ঘর দোর পরিষ্কার করছেন বলিউডের সুপারহিট নায়িকা জুহি চাওলা, ছবি নিমেষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
advertisement
1/10

এই সময়ে দীপবালির প্রস্তুতি নিচ্ছে সারা দেশ (Diwali 2021 just a few days from now) ৷ আম আদমি থেকে সেলিব্রিটি সবাই আলোর উৎসব দীপাবলির জন্য প্রস্তুত হচ্ছেন ৷ এরই মাঝে নব্বইয়ের দশকের মোহময়ী নায়িকা জুহি চাউলাও ব্যতিক্রম নন তিনি দীপাবলির আগে বাড়ির পরিষ্কার করছেন ৷ এত বড় অভিনেত্রী জুহি চাউলা তার স্বামী জয় মেহেতাও নাম করা ব্যবসায়ী ৷ সেই বাড়ির বউ হয়েও তিনি ঘর নিজে পরিষ্কার করছেন ৷ সেই ছবি দুর্বার গতিতে এখন সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে (Juhi Chawla cleans house whose video goes viral in social media) ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম) ৷
advertisement
2/10
দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির সাফাই অভিযানে জুহি চাউলা সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় বাম্পার গতিতে ভাইরাল হয়েছে (The house cleaning photos of Juhi Chawla goes viral in social media) ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম) ৷
advertisement
3/10
বাড়ির সাফাই অভিযানের ছবি পোস্ট করে জুহি চাউলা লিখেছেন দীপাবলির সাফাই অভিযান (The expedition of House cleaning before Diwali 2021) ৷ একই সঙ্গে তিনি লিখেছেন এমন করলেও ফিট থাকা সম্ভব ৷ সাদা টিশার্ট ও কালো প্যান্ট পরে বাড়ি পরিষ্কার করছেন জুহি চাউলা ৷ পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গে বাড়ির জিনিসপত্র যাতে সঠিক জায়গায় থাকে তাও দেখভাল করছেন জুহি চাউলা (Bollywood Heroine cleans her own house the video goes viralk in social media) ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম) ৷
advertisement
4/10
নায়িকা জুহি (Juhi Chawla) চাউলার মুম্বইয়ের মালাবার হিল এলাকায় বাড়ি ৷ শুধুই বাড়িই নয় আলিশান বাংলোর মালকিন জুহি চাউলা ৷ সূত্রের খবর এই বাড়ির নকশা করেছেন শ্রীলঙ্কার নামকরা আর্কিটিক্ট চত্রা দসবাট্টে ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম) ৷
advertisement
5/10
অনেক সময়েই জুহি চাউলা বাড়ির ভিতর ও বাইরের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম) ৷
advertisement
6/10
অনেকেই বলেন ১৯৪০ সালে জুহি চাউলার স্বামী জয় মেহেতার ঠাকুরদা এই বাড়িটি কিনেছিলেন ৷ এই সময়ে জুহি চাউলা বাড়ির দুটি ফ্লোরে স্বামী সন্তান নিয়ে থাকেন ৷ অন্য ফ্লোরে জয় মেহেতার পরিবারের অন্য সদস্যরা থাকেন ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম) ৷
advertisement
7/10
বাড়ির ভিতরে একটি বাগানও রয়েছে ৷ সেখানে গাছ লাগিয়ে সে ছবি সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ভক্তদের সঙ্গে শেয়ার করেন জুহি চাউলা ৷ এই পোস্টের সঙ্গে জুহি ক্যাপশান লিখেছেন তিনি মেথি বীজ বপন করছেন ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম) ৷
advertisement
8/10
বাড়ির লনে জুহি চাউলা যোগাসনও করেন ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম) ৷
advertisement
9/10
শুধুই মুম্বই নয় জুহি চাউলার স্বামী জয় মেহেতার আরও একটি বাংলো উগান্ডায় আছে ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
advertisement
10/10
উগান্ডার বাংলোর এলাকা অনেকটাই বড়, সেখানে জুহি চাউলা একশোটি ময়ূরও পুষেছেন ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম) ৷