Malaika Arora-Arjun Kapoor: জন্মদিনে মালাইকা! চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন অর্জুনকে, সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Malaika Arora-Arjun Kapoor: মালাইকার জন্মদিনের রোমান্টিক ছবি দুর্বার গতিতে ভাইরাল
advertisement
1/8

বলিউডের ফিটনেস ক্যুইন মালাইকা আরোরা তাঁর ৪৮ তম জন্মদিনে ফের সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছেন (On the occasion of Malaika Arora's 48th birthday Bollywood Queen Malaika Arora create storms in social media) ৷ বলিউডের এই অভিনেত্রীর জন্মদিনে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় মানুষকে ৷ ফাইল ছবি ৷
advertisement
2/8
কিন্তু মালাইকার সব থেকে কাছের বন্ধু অর্জুন কাপুরের জন্মদিনের শুভেচ্ছা যেন সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে (Arjun Kapoor's wish was something special for Malaika Arora) ৷ অর্জুন মালাইকার সঙ্গে অত্যন্ত রোমান্টিক ছবি শেয়ার করেছেন (Arjun Kapoor and Malaika Arora posted a special photo which goes viral in social media) ৷ ফাইল ছবি ৷
advertisement
3/8
মালাইকার জন্মদিনে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan demands photo credit) তাঁর ক্রেডিট চাইছেন কিন্তু কোন বিষয়ের ক্রেডিট এটা? মালাইকা আর্জুন কাপুরের সম্পর্কের খবর আজ কারও কাছেই গোপন নয় ৷ মালাইকা-অর্জুনও লুকোতেও চাননা তাঁদের প্রেমের খবর কারও কাছ থেকেই (Now days everyone knows the relationship between Malaika Arora and Arjun Kapoor) ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
মাঝে মধ্যেই নিজেদের মধ্যে মধুর সময় বিনিময় করেন মালাইকা ও অর্জুন ৷ মালাইকার সঙ্গে সময় কাটান করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), করণ জোহর (Karan Johar) ও অমৃতা আরোরা (Amrita Arora) একে অপরের সঙ্গে সময় কাটাতে থাকেন ৷ সব সময়েই পার্টি করেন তাঁরা ৷ ফাইল ছবি ৷
advertisement
5/8
অর্জুন কাপুর মালাইকার জন্মদিনে অত্যন্ত সুন্দর উপহার দিয়েছেন যা চিরকালই মনে থাকবে (The best gift ever in Malaika Arora's birthday) ৷ ইনস্টাগ্রামে অর্জুন কাপুর লিখেছেন শুধুই আজকেই নয় সব সময়েই আপনার হাসি তোমার হাসি দেখতে চাই ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বছর যেন আরও বেশি হাসিতে খুশিতে ভরে থাকে তাঁর মন ৷ ফাইল ছবি ৷
advertisement
6/8
দেশের অন্যতম নাম করা মেডেলের মধ্যে অন্যতম মালাইকা আরোরা ৯০-এর দশকের বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন মালাইকা আরোরা (Malaika Arora) ৷ ফাইল ছবি ৷
advertisement
7/8
বর্তমানে মালাইকা আরোরাকে টিভির বেশ কিছু অনুষ্ঠানের বিচারক তো কখনও অতিথি হিসাবে দেখতে পাওয়া যায় ৷ ফাইল ছবি ৷
advertisement
8/8
সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে তাঁ বিয়ে হয়েছিল লম্বা সময় বিবাহিত জীবন কাটানোর পরে ভাঙন ধরে সেই সম্পর্কেও ৷ মালাইকা আরোরা ও আরবাজ খানের একটি পুত্র সন্তানও রয়েছে ৷ ফাইল ছবি ৷