Shah Rukh Khan-Gauri Khan: 'সব ছবি ফ্লপ হোক', শাহরুখের ব্যর্থতার প্রার্থনা গৌরীর, খান পরিবারে কি ফাটলের আঁচ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan-Gauri Khan: তাঁদের ভালবাসার আখ্যান যেন রূপকথার মতো। শূন্য থেকে করে যখন নিজের লক্ষ্যের দিকে পা বাড়িয়েছিলেন বাদশা, সহধর্মিনীকেই পাশে পেয়েছিলেন তিনি। তখনও তারকা না-হয়ে-ওঠা শাহরুখ খানের সব ওঠাপড়াই সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী। গৌরী খান।
advertisement
1/5

তাঁদের ভালবাসার আখ্যান যেন রূপকথার মতো। শূন্য থেকে করে যখন নিজের লক্ষ্যের দিকে পা বাড়িয়েছিলেন বাদশা, সহধর্মিনীকেই পাশে পেয়েছিলেন তিনি। তখনও তারকা না-হয়ে-ওঠা শাহরুখ খানের সব ওঠাপড়াই সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী। গৌরী খান।
advertisement
2/5
একটা সময় ছিল যখন শাহরুখের সাফল্য কামনা করতে গিয়েও কিছুটা সঙ্কোচে ছিলেন গৌরী। কারণ শাহরুখের মুম্বইয়ের চলে আসা নিয়ে তাঁর আপত্তি ছিল। পুরনো এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি চাইনি ও মুম্বই চলে যাক। আমি জানিও না ও কখন তারকা হয়ে গিয়েছে।"
advertisement
3/5
দিল্লিতে দীর্ঘ দিন থাকা গৌরীর কাছে বন্ধু হয়ে উঠতে পারেনি মুম্বই। সেই শহরকে যেন কিছুতেই ভাল লাগছিল না তাঁর। চেনা ঠিকানায় ফিরে যেতে চাইছিলেন শাহরুখ-পত্নী।
advertisement
4/5
গৌরী বলেছিলেন, "আমি ভেবেছিলাম শাহরুখের ছবি ফ্লপ করল, দিল্লি ফিরে যেতে পারব আবার। মাত্র ২১ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। তখন সিনেমা বা কী ভাবে কী হয়, এ সব বিষয়ে আমি কিছুই জানতাম না। মনে হত, সব ফ্লপ হয়ে যাক। আমি পালিয়ে যাব।"
advertisement
5/5
তবে সময় গড়িয়েছে। শাহরুখের লড়াইকে চাক্ষুষ করেছেন গৌরী। বাকিটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। বাদশার বাদশাহি সফরের প্রত্যেক ধাপেই তাঁর সঙ্গে আছে গৌরী।