Ridhima Ghosh Pregnancy : পেটে একের পর এক আদুরে লাথি... হবু মায়ের হাল হকিকৎ কেমন? যা জানালেন ঋদ্ধিমা...
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ridhima Ghosh Pregnancy : দিন গুনছেন ঋদ্ধিমা। শরীরে পরিবর্তন আসছে নানা রকমের। কিন্তু এটাই যে চরম সুখ, সে কথা আগেও বারবার জানিয়েছেন নায়িকা।
advertisement
1/6

পয়লা বৈশাখের শুভ দিনে সুসংবাদ দিয়েছিলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। মা হতে চলেছেন তিনি। আর মাত্র কয়েকটা দিন। তার পরেই তাঁর এবং গৌরব চক্রবর্তীর কোলে আসতে চলেছে একরত্তি।
advertisement
2/6
দিন গুনছেন ঋদ্ধিমা। শরীরে পরিবর্তন আসছে নানা রকমের। কিন্তু এটাই যে চরম সুখ, সে কথা আগেও বারবার জানিয়েছেন নায়িকা। বুধবার বেবি বাম্পের ছবি দিয়ে ফের সে কথা জানালেন তিনি।
advertisement
3/6
ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের পোশাকে বসে নায়িকা। চেহারায় আসন্ন মাতৃত্বের লালিত্য। সঙ্গে লেখা, ‘সুখ যখন আক্ষরিক অর্থেই লাথি মারে...।’ নায়িকা যে এখানে গর্ভের সন্তানের পেটে লাথি মারার কথা বলছেন, তা বলাই বাহুল্য।
advertisement
4/6
তার মানে মায়ের পেটে দাপট শুরু করে দিয়েছে একরত্তি। মাঝে মাঝেই তার অস্তিত্বের জানান দিয়ে দিচ্ছে েস। মা মহা আনন্দে সেই লাথি সহ্য করে চলেছেন।
advertisement
5/6
চলতি সপ্তাহের শুরুতে দার্জিলিং ভ্রমণের পুরনো ছবি শেয়ার করেন ঋদ্ধিমা। পোস্টে লিখেছিলেন, ‘অন্তঃসত্ত্বা থাকাকালীন যে যে জিনিসের জন্য প্রাণ আনচান করে, সোয়েটারের আবহাওয়া এবং দার্জিলিং।’
advertisement
6/6
পয়লা বৈশাখে সুখবর দিয়ে স্বামীর সঙ্গে ছবি দিয়ে হবু মা লিখেছিলেন, ‘মহা অভিযান শুরু হতে চলেছে। পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনাদের জানাতে চাই, আমাদের কোলে সন্তান আসতে চলেছে। প্রার্থনা করবেন।’