Gadar 2: সাকিনাকে নিয়ে ফিরছেন তারা সিং ! 'গাড্ডি' নিয়ে তৈরি সানি-আমিশা ! শ্যুটিং শুরু 'গদর ২'-এর
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Gadar 2: ২০ বছর পর ফের শ্যুটিং শুরু 'গদর ২'-এর ! শ্যুটিং স্পট থেকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলেন সানি দেওল ও আমিশা প্যাটেল !
advertisement
1/6

২০০১ সাল! ট্রাক ড্রাইভার তারা সিং ও সাকিনার ভালবাসার গল্পে মশগুল হয়ে উঠেছিল গোটা দেশ। সকলের মুখে মুখেই শোনা যেত 'ম্যায় নিকলা গাড্ডি লেকে' গানটি। 'গদর-এক প্রেম কথা' মুক্তি পেতেই সুপার ডুপার হিট হয়েছিল। photo source Instagram
advertisement
2/6
২০০১-এর পর কেটে গিয়েছে ২০ টা বছর। ২০২১-এ ফের একবার শ্যুটিংয়ে ব্যস্ত হলেন তারা সিং ওরফে সানি দেওল ও সাকিনা ওরফে আমিশা প্যাটেল। photo source Instagram
advertisement
3/6
হিমাচল প্রদেশের কাংগড়া জেলায় শুরু হয়েছে 'গদর ২'-র শ্যুটিং। প্রথম দিনেই শ্যুটিংয়ের ছবি শেয়ার করেছেন আমিশা প্যাটেল ও সানি দেওল। পরিচালক অনিল শর্মা ফের একবার ভালবাসার গল্প বলবেন। photo source Instagram
advertisement
4/6
ভারতের ট্রাক ড্রাইভার তারা সিংয়ের সঙ্গে পাকিস্তানের সাকিনার বিয়ে। তাঁদের প্রেম কাহিনির মধ্যে দিয়েই উঠে এসেছিল ভারত-পাকিস্তান সীমান্ত লড়াই। ২০ বছর পর ফের একবার সেই গল্পেই মানুষকে টানতে আসছেন আমিশা-সানি। photo source Instagram
advertisement
5/6
২০ বছর আগে তাঁদের ছেলের চরিত্রে অভিনয় করা উৎকর্ষ শর্মা এখন তরতাজা যুবক। তাঁকে এই ছবিতে দেখা যাবে কিনা জানা নেই। তবে আমিশা ও সানির কিন্তু ২০ বছরে খুব বেশি পরিবর্তন হয়নি। photo source Instagram
advertisement
6/6
সোশ্যাল মিডিয়ায় নিজেদের শ্যুটিংয়ের প্রথম দিনের ছবি শেয়ার করেছেন আমিশা ও সানি। পরিচালক জানিয়েছেন এবারের 'গদর ২'-তে বেশিটা জুড়েই থাকবে তারা সিং ও সাকিনার প্রেম। photo source Instagram