অন ও অফ স্ক্রিনের বর্ণময় চরিত্র কাদের খান, সিভিল ইঞ্জিনিয়ারিঙের শিক্ষক থেকে জনপ্রিয় অভিনেতা
Last Updated:
advertisement
1/10

কিংবদন্তি অভিনেতা কাদের খান গত পয়লা জানুয়ারি ২০১৯, ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
2/10
জন্ম কাবুলে, তারপরে স্বপরিবারে ভারতে বসবাস মাত্র ৬ বছর বয়সে এই দেশে এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কাদের খান ৷ ছোটখাট স্টেজ শো করতে করতে যশ রাজের ডাকে ১৯৭৩ সালে দাগ ছবিতে অভিনয়ে পরে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/10
বলিউডে তাঁর অসামান্য অবদানের জন্য বিশেষ বাবে চিরস্মণীয় হয়ে থাকবেন তিনি ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
4/10
জীবন শুরু করেছিলেন এক অন্য পেশায় সিভিল ইঞ্জিনিয়ারিঙের শিক্ষক থেকে থিয়েটার তারপরে সিনেমা ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
5/10
একের পর সুপারহিট ছবিতে অভিনয় করছেন কখনও খলনায়ক বা কমেডিয়ান রূপে সবার মন জয় করছেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
6/10
রাজাবাবু, কুলি নম্বর ১, হিরো নম্বর ১, দুলহে রাজা, সাজন চলে শশুরাল, আন্টি নম্বর ওয়ান গোবিন্দার সঙ্গে মন মাতিয়েছিলেন দর্শকদের ৷ ডেভিড ধওয়ান ও গোবিন্দার সঙ্গে জুটি বেঁধে দর্শকদের হাসির এক নতুন দিগন্ত এনে দিয়েছিলেন তিনি ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
7/10
এছাড়াও মন মোহন দেশাই, প্রকাশ মেহরার সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি ৷ ১৯৭০ সালের অমর আকবর অ্যান্টনিল, মুকাদ্দর কা সিকান্দর, পরভরিশ, ১৯৮০ সালে হাম, অগ্নিপথে অমিতাভ বচ্চনের কণ্ঠে তাঁর কালজয়ী চিত্রনাট্য বেশ গুরুত্বপূর্ণ ছিল ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
8/10
খল চরিত্রে অভিনয় করেছেন যার মধ্যে পারভরিশ (১৯৭৭), বিশেষ নসিব (১৯৮১) গুরুত্বপূর্ণ ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
9/10
অমিতাভ বচ্চন, জনি লিবার, আমজাদ খান, শত্রুঘ্ন সিনহা, ঋষি কাপুর, অমরিশপুরী, হেমা মালিনী, পারভিন ববি, প্রেম চোপড়া, প্রাণ, রবিনা ট্যান্ডন, করিশমা কাপুর, অনুপম খের, সহ একাধিক তারকারদের সঙ্গে কাজ করেছেন কাদের খান ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
10/10
একদা তুলসি বর্তমানে কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানিও জানিয়েছেন তিনি কাদের খানের সঙ্গে কাজ করেননি তবে কাদের খানের নিরলস রসবোধ, মানুষকে প্রাণ খুলে হাসতে শিখিয়েছে ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷