TRENDING:

Farah Khan: ‘৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে বেরিয়ে পড়ব...’, কপিলের শো-তে মনের কথা বললেন ফারাহ

Last Updated:
বলিউডের কোথায় কী হচ্ছে সব ফারাহর নখদর্পণে। মজার মোড়কে সে সব তো বলেনই। খোলাখুলি জানিয়ে দেন নিজের কথাও।
advertisement
1/5
‘৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে বেরিয়ে পড়ব...’, কপিলের শো-তে বললেন ফারাহ
ফারাহ খান বলিউডের নামি পরিচালক এবং কোরিওগ্রাফার। তবে এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। ফারাহর কমিক টাইমিংও অবাক করার মতো। চমকে দেয় তাঁর রসবোধ। সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অনিল কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই ফাঁস করেছেন বি-টাউনের গোপন কথা।
advertisement
2/5
বলিউডের কোথায় কী হচ্ছে সব ফারাহর নখদর্পণে। মজার মোড়কে সে সব তো বলেনই। খোলাখুলি জানিয়ে দেন নিজের কথাও। এই যেমন কপিল শর্মাকে ফারাহ বললেন, ৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে লোটাকম্বল নিয়ে বেরিয়ে পড়বেন তিনি।
advertisement
3/5
না, সংসারের প্রতি বীতশ্রদ্ধ নন ফারাহ। আসলে কপিল মজা করে জিজ্ঞেস করেছিলেন, “কেউ যদি ভুল করে আপনার অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা পাঠায়, তাহলে কী করবেন”? ফারাহর এই প্রশ্নের উত্তরেই হেসে ফেলেন সবাই। ফারাহ বলেন, “৩০০ কোটি? অবসর নিয়ে নেব। তারপর স্বামী-সন্তানদের রেখে বেরিয়ে পড়ব”। তখন অর্চনা পুরন সিং বলেন, “স্বামীকে ছাড়তে পারবেন। তবে সন্তানদের ছেড়ে যেতে পারবেন না”।
advertisement
4/5
কিছুক্ষণ ভেবে নিয়ে ফারাহ বলেন, “ঠিক আছে, তাই”। তখন অর্চনা বলেন, “৩০০ কোটি টাকা সন্তানদের সঙ্গে উপভোগ করা উচিত”। তাচ্ছিল্যের সঙ্গে ফারাহ জবাব দেন, “ওদের সঙ্গে আর কী মজা করব। আমি তো টম ক্রুজের কাছে যাব”। হেসে ওঠেন সবাই। অর্চনা আবার খোঁচা দেন, “তাহলে আরেকটা প্ল্যান আছে…”।
advertisement
5/5
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর এই পর্বের আনকাট ভিডিও কপিল শর্মার ইউটিউব পেজে আপলোড করা হয়েছে। ফারাহ খান এবং অনিল কাপুরের আগের পর্বে গায়ক এড শিরান এসেছিলেন কপিলের শো-তে। ২০০৪ সালে শিরিষ কুন্দরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ফারাহ খান। তাঁদের তিন সন্তান। সব মিলিয়ে সুখী পরিবার। কমেডি শো-তে নিছক বিনোদনের জন্যই এমন কথা বলেছেন তিনি। এখানে বলে রাখা ভাল, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে র‍য়েছেন অর্চনা পুরন সিং, কিকু সারদা, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক এবং রাজীব ঠাকুর। প্রতি শনিবার সন্ধ্যায় শো-এর নতুন পর্ব নিয়ে হাজির হয় নেটফ্লিক্স।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Farah Khan: ‘৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে বেরিয়ে পড়ব...’, কপিলের শো-তে মনের কথা বললেন ফারাহ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল