'আমি ভাগ্যবতী, তোমার সঙ্গে দেখা হল'! প্রযোজককে বিয়ে অভিনেত্রী মহালক্ষ্মীর
- Published by:Aryama Das
Last Updated:
Ravindar Chandrasekaran And Mahalakshmi PHOTOS: সিনেমা 'ভিদিয়াম ভারাই কাঠিরু'-এর সময় প্রথম আলাপ হয় মহালক্ষ্মী-চন্দ্রশেখরনের
advertisement
1/6

দক্ষিণের অভিনেত্রী মহালক্ষ্মী গত বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধলেন প্রযোজক রবীন্দ্র চন্দ্রশেখরনের সঙ্গে। দুজনের পরিবারের কাছাকাছি কিছু আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে ঐতিহ্যগত রীতি-রিওয়াজ মেনেই বিবাহ হয়েছে তাঁদের।
advertisement
2/6
মহালক্ষ্মীর প্রথম বিয়ে অনিলের সঙ্গে হয়েছিল। তাঁদের এক পুত্র সন্তান হয়েছে। পরে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী মহালক্ষ্মী।
advertisement
3/6
সিনেমা 'ভিদিয়াম ভারাই কাঠিরু'-এর সময় প্রথম আলাপ হয় মহালক্ষ্মী-চন্দ্রশেখরনের।
advertisement
4/6
নিজের পছন্দের ছবি শেয়ার করেছেন তাঁরা। মহালক্ষ্মী লিখেছেন, 'আমি ভাগ্যশালি কারণ আপনি আমার জীবনে আছেন... আপনার জীবনকে আপনার ভালবাসার থেকে ভরে দিন.. ভালবাসি তোমায় অম্মু।'
advertisement
5/6
'বাণী রানী' সিরিয়ালে কন্নর মহালক্ষ্মী মূখ্য় ভূমিকায় অভিনয় করেছেন। 'চেল্লাময়', 'অফিস', 'আরসি', 'থিরু মঙ্গলম' ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে।
advertisement
6/6
রবীন্দ্র চন্দ্রশেখরন নিজের প্রযোজনা সংস্থা লিব্রা প্রোডাকশন থেকে 'নালনম নন্দিনিয়াম', 'সুত্তা কঢ়াই', 'নত্পুনা এননানু থেরিয়ুমা' এবং 'মুরুংকাই চিপস' ছবিতে অর্থ ব্যয় করেছেন।