Durnibar-Mohor: না ঘুমিয়েই রাত কাটছে দুর্নিবারের স্ত্রীর, গভীর রাতে হঠাৎ কী হল অন্তঃসত্ত্বা মোহরের!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Durnibar-Mohor: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মধ্য রাতে একটি পোস্ট করেন দুর্নিবার পত্নী মোহর৷ রাত তখন ৩ টে৷ কোনওভাবেই ঘুমোতে পারছেন না মোহর৷
advertisement
1/6

চলতি বছরেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন দুর্নিবার সাহা৷ ৯ মার্চ ঘটা করে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক দুর্নিবার সাহা। মধ্য কলকাতার হোটেলে বসেছিল চাঁদের হাট। দুর্নিবারের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি।
advertisement
2/6
তবে বিয়ের আগেও প্রেম নিয়ে শিরোনামে থাকতেন তিনি।সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলা সেনকে বিয়ে করেন দুর্নিবার সাহা।
advertisement
3/6
বিয়ের ৭ মাসের মধ্যেই সুখবর দেন ঐন্দ্রিলা ও দুর্নিবার৷ গত ১৫ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার সুখবর দেন মোহর৷ পোস্টে লিখেছিলেন- আমরা খুব উত্তেজিত এটা জানতে পেরে, ছোট্ট চমৎকার আসছে৷ এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা ক্লান্ত৷ এমন একটা কাজ আমরা করছি যা কিনা অনেকদিন ধরেই চেয়ে আসছি৷ সকলেই তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন৷
advertisement
4/6
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মধ্য রাতে একটি পোস্ট করেন দুর্নিবার পত্নী মোহর৷ রাত তখন ৩ টে৷ কোনওভাবেই ঘুমোতে পারছেন না মোহর৷ গর্ভাবস্থায় অনেকেরই এই সমস্যা হয়৷ রাতের পর রাত ঘুম আসে না৷ ঠিক তেমনটাই হয়েছেন অন্তঃসত্ত্বা মোহরের৷ সেই সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি৷
advertisement
5/6
এর আগে ২০১৭ সালে প্রথম আইনি বিয়ে সেরে নিয়েছিলেন দুর্নিবার সাহা ও মীনাক্ষি মুখোপাধ্যায়। তারপর প্রায় ৪ বছর বাদে ২১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন টলিপাড়ার হট-হ্যাপেনিং কাপল দুর্নিবার ও মীনাক্ষি। বাঙালি নিয়ম-রীতি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুর্নিবার সাহা ও মীনাক্ষি মুখোপাধ্যায় । যদিও সেই বিয়ে টিকল না। ঘটা করে বিয়ে করার পর ২০২২ সালে আইনি বিচ্ছেদ হয় দুর্নিবার ও মীনাক্ষীর। বছর ঘুরতে না ঘুরতে ঐন্দ্রিলাকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দুর্নিবার সাহা। তারপর থেকে একাধিকবার ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন তারা৷ অবশেষে সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে দুই থেকে তিন হতে চলেছেন তারা৷ খুব শীঘ্রই তাঁদের ঘর আলো করে ফুটফুটে সন্তান আসতে চলেছে৷
advertisement
6/6
বছর ঘুরতে না ঘুরতে ঐন্দ্রিলাকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দুর্নিবার সাহা। তারপর থেকে একাধিকবার ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন তারা৷ অবশেষে সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে দুই থেকে তিন হতে চলেছেন তারা৷ খুব শীঘ্রই তাঁদের ঘর আলো করে ফুটফুটে সন্তান আসতে চলেছে৷