Kiara Advani-Ashneer Grover: সিদ্ধার্থের সঙ্গে বিয়ের তোড়জোড়, জানেন ব্যবসায়ীর ঘর ভাঙতে বসেছিলেন সেই কিয়ারা!
- Published by:Teesta Barman
Last Updated:
Kiara Advani-Ashneer Grover: শার্ক ট্যাঙ্ক থেকে জনপ্রিয়তা পান আশনীর। কোটি টাকার মালিক আশনীর তাঁর জীবনীচিত্র লেখার পরেই চারদিকে হইচই পড়ে যায়। তাতে একটি পরিচ্ছেদ ছিল, 'হাউ কিয়ারা আডবাণী অলমোস্ট গট মি ডিভোর্সড'।
advertisement
1/7

বিয়ে গেল পিছিয়ে। ৬ নয়, ৭ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন কিয়া রাআডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু খামতি নেই অনুষ্ঠানের তোড়জোড়ে। সাজো সাজো রব রাজস্থানের সূর্যগড় প্যালেসে। এক এক করে অতিথি আগমন শুরু হয়েছে বিয়েবাড়িতে।
advertisement
2/7
এমনই সময়ে ফিরে দেখা কিয়ারার অতীতে। যদিও সেই অতীতের কাহিনিতে হাত নেই নায়িকার। ব্যবসায়ী আশনীর গ্রোভারের সংসার ভাঙতে বসেছিলেন না জেনেই! কী ঘটেছিল সেবার?
advertisement
3/7
শার্ক ট্যাঙ্ক থেকে জনপ্রিয়তা পান আশনীর। কোটি টাকার মালিক আশনীর তাঁর জীবনীচিত্র লেখার পরেই চারদিকে হইচই পড়ে যায়। তাতে একটি পরিচ্ছেদ ছিল, 'হাউ কিয়ারা আডবাণী অলমোস্ট গট মি ডিভোর্সড'। যার বাংলা অর্থ, 'যেভাবে কিয়ারা আডবাণী আমার বিবাহবিচ্ছেদের কারণ হতে বসেছিলেন'।
advertisement
4/7
এই ঘটনার সূচনায় যাওয়া যাক। আশনীর তাঁর এক বন্ধুর সঙ্গে বিয়ে নিয়ে ঠাট্টা করতে গিয়ে বিপাকে পড়েন। সেই বন্ধু তাঁর নিজের বিয়ের কথা বলতে গিয়ে বলেন, কিয়ারাই তাঁর জন্য আদর্শ কনে। এ কথা শোনার পর মজা করে আশনীর বলেন, "আজকাল বাজারে কী হচ্ছে জানো না! আমার যদি এখন বিয়ে হত, তাহলে কনে হতেন কিয়ারা।"
advertisement
5/7
পাশে ছিলেন আশনীরের স্ত্রী মাধুরী। কথাটা বলার সঙ্গে সঙ্গে বউয়ের দিকে তাকিয়ে দেখেন, তাঁর মুখ গম্ভীর হয়ে যায়। তার পরেই তাঁরা বিজনেস ক্লাসে বিমানে চেপে মুম্বই যাচ্ছিলেন। কিন্তু স্ত্রী তাঁর সঙ্গে একটাও কথা বলেন না।
advertisement
6/7
তাঁর কী হয়েছে জানতে চাইলে হঠাৎ নিজের গয়না খুলে আশনীরের হাতে দিতে থাকেন মাধুরী। চিৎকার করে বলতে থাকেন, "তুমি কিয়ারাকে বিয়ে করতে চাও?" এদিকে হতভম্ব হয়ে বসে থাকেন আশনীর।
advertisement
7/7
লক্ষ করেন, এক বৃদ্ধ তাঁর কানের হেডফোন খুলে দম্পতির কলহ দেখতে ব্যস্ত হয়ে পড়েছেন। এই গোটা ঘটনার কথা মজা করেই নিজের জীবনীচিত্রে লিখেছিলেন আশনীর। কিন্তু সিদ্ধার্থের সঙ্গে বিয়ের আগে কিয়ারাকে নিয়ে এই বইয়ের সেই প্রচ্ছদের প্রসঙ্গ বারবার শিরোনাম দখল করছে। যদিও গোটা ঘটনায় কিয়ারার কোনও হাতই নেই।