Yaariyan 2: কলকাতায় যশের সঙ্গে দিব্যা! হলুদ ট্যাক্সিতে শহর-দর্শন, বাদ রইল না মিষ্টির দোকানও
- Published by:Sanchari Kar
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
Yaariyan 2: আর এক মাসের অপেক্ষা। মুক্তি পাবে 'ইয়ারিয়া ২'। সেই ছবির প্রচারেই শহরে এসেছিলেন দিব্যা খোসলা কুমার। আর তাঁর সঙ্গী হলেন ছবির নায়ক যশ দাশগুপ্ত।
advertisement
1/5

আর এক মাসের অপেক্ষা। মুক্তি পাবে 'ইয়ারিয়া ২'। সেই ছবির প্রচারেই শহরে এসেছিলেন দিব্যা খোসলা কুমার। আর তাঁর সঙ্গী হলেন ছবির নায়ক যশ দাশগুপ্ত।
advertisement
2/5
যশের সঙ্গেই শহর কলকাতা ঘুরে দেখলেন দিব্যা। কলকাতা বিমানবন্দরে তাঁকে আনতে গিয়েছিলেন ছবির নায়ক। তার পরেই হলুদ ট্যাক্সিতে ঘুরে চলল কলকাতা-দর্শন।
advertisement
3/5
শহরে এসে সাবেকি লাল পেড়ে সাদা শাড়িতে সেজে উঠছিলেন দিব্যা।-কালীঘাটে গিয়েছিলেন তিনি। ঢুঁ দিলেন মিষ্টির দোকানেও। যশও তাঁর সঙ্গে ছিলেন।
advertisement
4/5
'ইয়ারিয়া ২'-এ যশের বিপরীতে অভিনয় করবেন দিব্যা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন মিজান জাফরি, প্রিয়া ভ্যারিয়ার এবং পার্ল ভি পুরী।
advertisement
5/5
এই প্রথম হিন্দি ছবিতে কাজ করলেন যশ। আপাতত পর্দায় 'ইয়ারিয়া ২' আসার অপেক্ষায় তিনি।