TRENDING:

Ditipriya Roy Love Life: নতুন প্রেমে বুঁদ দিতিপ্রিয়া! ‘একাধিক নাম জুড়েছে আগে, তাই...’ প্রেমিককে নিয়ে মুখ খুললেন ‘রাণী রাসমণি’, পাত্র কে

Last Updated:
Ditipriya Roy Love Life: নায়িকা নিজ মুখেই জানিয়ে দিলেন, আগের জল্পনাগুলি একেবারে ভিত্তিহীন। এতদিনে সত্যি সত্যি প্রেম করছেন বলে দাবি তাঁর। তাই আরও প্রায় তিন মাসের অপেক্ষার পর ‘খুকু’র ‘খোকা’র পরিচয় প্রকাশ্যে আসবে।
advertisement
1/8
নতুন প্রেমে বুঁদ দিতিপ্রিয়া! প্রেমিককে নিয়ে মুখ খুললেন ‘রাণী রাসমণি’, পাত্র কে?
এল বসন্ত, এল প্রেম। রঙের মাসে মনে লেগেছে অফুরান রং। প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া রায়। এই প্রথম নিজের প্রেম জীবনের উপর থেকে পর্দা সরালেন টলিউডের অভিনেত্রী। আলো আঁধারি ছবিও পোস্ট করলেন মনের মানুষের। খুকু যে আর খুকু নেই, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন ২২ বছরের নায়িকা।
advertisement
2/8
তবে ‘রাণী রাসমণি’র মুখ্য অভিনেত্রীর প্রেমিক কে? যে ছবিটি তিনি পোস্ট করেছেন, তাতে মুখ একেবারেই স্পষ্ট নয়। নিজের ঘরে জানালার সামনে দাঁড়িয়ে হাত হাত রেখে ছবি তুলেছেন যুগল। চেহারা স্পষ্ট না হলেও এ কথা স্পষ্ট যে, ছবিতে ধোঁয়াশা তৈরি করতেই চেয়েছেন তাঁরা।
advertisement
3/8
পাত্র পরিচয় পেতে দিতিপ্রিয়াকে যোগাযোগ করা হলে তিনি নিউজ18 বাংলাকে জানান, প্রেমের খবর একেবারে সত্যি। গত তিন মাস ধরে তিনি একটি সম্পর্কে জড়িয়েছেন। তবে নাম ও পেশা এখনই খোলসা করতে চাইছেন না দিতিপ্রিয়া।
advertisement
4/8
তবে বারবার একটি কথা তিনি স্পষ্ট করে দিলেন, টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত নন তাঁর প্রেমিক। যাতে নাম-ধাম নিয়ে নানা ধরনের জল্পনা শুরু না হয়, সেই কারণেই আগেভাগে এই তথ্যটি দিয়ে দিলেন দিতিপ্রিয়া। সম্পর্ক ৬ মাসের গণ্ডি পেরলে নিজে থেকেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি দেবেন।
advertisement
5/8
‘ডাকঘর’-্এর নায়িকার কথায়, ‘‘এই প্রেমটি একেবারে নির্ভেজাল। প্রতিবারই আমাকে নিয়ে নানা ধরনের গুজব রটে। তার কোনওটাই সত্যি নয়। একবার তো সুহোত্রর সঙ্গে আমার প্রেমের গুজব রটেছিল। সেটা অবশ্য কাজের জন্য তৈরি করা হয়েছিল।’’
advertisement
6/8
‘‘বাকি অন্যান্য ক্ষেত্রেও আমার নাম জোর করে জড়িয়ে ফেলা হয়েছে। তাই এবার এই ধরনের অভিজ্ঞতা হওয়ার আগে আমি নিজেই নিজের প্রেমের কথা ঘোষণা করে দিলাম সোশ্যাল মিডিয়ায়। খুব তাড়াতাড়িই নাম, পেশাটিও জানিয়ে দেব সকলকে।’’
advertisement
7/8
এর আগে দিতিপ্রিয়ার প্রেম নিয়ে জল্পনা-কল্পনা চলতেই থাকত। কখনও অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছে, কখনও বা অভিনেতা বিশ্বাবসু বিশ্বাসের সঙ্গে প্রেমের ফিসফাস শোনা যেত।
advertisement
8/8
এবার নায়িকা নিজ মুখেই জানিয়ে দিলেন, আগের জল্পনাগুলি একেবারে ভিত্তিহীন। এতদিনে সত্যি সত্যি প্রেম করছেন বলে দাবি তাঁর। তাই আরও প্রায় তিন মাসের অপেক্ষার পর ‘খুকু’র ‘খোকা’র পরিচয় প্রকাশ্যে আসবে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ditipriya Roy Love Life: নতুন প্রেমে বুঁদ দিতিপ্রিয়া! ‘একাধিক নাম জুড়েছে আগে, তাই...’ প্রেমিককে নিয়ে মুখ খুললেন ‘রাণী রাসমণি’, পাত্র কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল