TRENDING:

Actress Suicide| Tollywood: দিশা থেকে মঞ্জুষা! সাত টলি নায়িকার আত্মহত্যা! মৃত্যু রুখতে নতুন ভাবনা আর্টিস্ট ফোরামের!

Last Updated:
Actress Suicide| Tollywood: সেই ২০১৫ থেকে শুরু। কেন কেন বার বার টলিউডে ফিরছে আত্মহত্যা! কী ভাবছে আর্টিস্ট ফোরাম? মৃত্যু রুখতে নয়া ভাবনা!
advertisement
1/7
দিশা থেকে মঞ্জুষা!সাত টলি নায়িকার আত্মহত্যা!মৃত্যু রুখতে কী ভাবছে আর্টিস্ট ফোরাম
টলিউডের অভিনেত্রীদের আত্মহত্যার ঘটনা সেই ২০১৫ সাল থেকে চলছে। ছোট পর্দার মিষ্টি অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায় মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে এই মৃত্যুতেই থেমে যায়নি সব কিছু।
advertisement
2/7
এর পর ২০১৭ সালে বিতস্তা সাহা। মডেল অভিনেত্রীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়।
advertisement
3/7
২০১৮ সালে পায়েল চক্রবর্তীর মৃত্যু সেই ঘটনা ফের ফিরিয়ে আনে।
advertisement
4/7
ওই একই বছরে আত্মহত্যা করেন অভিনেত্রী মৌমিতা সাহা। একের পর এক মৃত্যু কেন? এই নিয়ে নানা প্রশ্ন উঠেছে। মনোবিদদের মতে, কম বয়সে বিনোদন জগতের হাতছানি। সেই সঙ্গে নানা জটিলতায় মানসিক স্থিরতা হারিয়ে ফেলেন অনেকেই। এই বিষয়ে সচেতন হতে হবে এখুনি। কম করে একটা কাউন্সিলিং ব্যবস্থা রাখতে হবে।
advertisement
5/7
২০১৮ র পর আত্মহত্যার স্মৃতি ফের তাজা করলেন এক সঙ্গে তিন টলিউড অভিনেত্রী। পল্লবী দের আত্মহত্যার সমাধান না হতেই আরও মৃত্যুর খবর।
advertisement
6/7
বিদিশা দে মজুমদারের হঠাৎ মৃত্যুতে সকলেই বেশ চিন্তায় পড়ে যান। কেন এভাবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তাঁরা? এ বিষয়ে এবার নজর দিতে চলেছে আর্টিস্ট ফোরামও।
advertisement
7/7
তবে বিদিশার মৃত্যুতেই শেষ নয়। মঞ্জুষা নিয়োগির আত্মহত্যার খবর একেবারেই অভাবনীয় ছিল। কাজের ক্ষেত্রে সমস্যা ছিল। উচ্চাকাঙ্খাই কি মৃত্যুর, অবসাদের কারণ হচ্ছে বার বার? তবে এবার নড়ে চড়ে বসেছে আর্টিস্ট ফোরাম। কমিটির কাছে একটি হেল্প লাইন খোলার আবেদন রাখতে চলেছেন ভরত কল-সহ অনেকেই। সেখানে পাওয়া যাবে মনোবিদদের পরামর্শ। ফোরামের পরবর্তী বৈঠকেই নেওয়া হবে সিদ্ধান্ত!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actress Suicide| Tollywood: দিশা থেকে মঞ্জুষা! সাত টলি নায়িকার আত্মহত্যা! মৃত্যু রুখতে নতুন ভাবনা আর্টিস্ট ফোরামের!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল