Dipankar Dey Dolon Roy: দ্বিতীয় বিবাহবার্ষিকীতে 'গায়ে হলুদ', একে অপরের ভালবাসায় বুঁদ দোলন, দীপঙ্কর দে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দ্বিতীয় বিবাহবার্ষিকীতে 'গায়ে হলুদ'... হলুদে হলুদে রাঙালেন দোলন- দীপঙ্কর, দুজনেই ম্যাচিং করে পরেছেন হলুদ পোশাক
advertisement
1/5

২২ বছরের বেশি সময় একসঙ্গে থাকার পর, ২০২০ সালের ১৬ জানুয়ারি আইনত বিয়ে করেন দোলন রায় এবং দীপঙ্কর দে।
advertisement
2/5
দ্বিতীয় বিবাহবার্ষিকীতে 'গায়ে হলুদ'... হলুদে হলুদে রাঙালেন দোলন- দীপঙ্কর, দুজনেই ম্যাচিং করে পরেছেন হলুদ পোশাক ! দোলন বেছেছেন হলুদ শাড়ি, দীপঙ্করের পরণে হলুদ সোয়েটার!
advertisement
3/5
বিশেষ দিনটার ছবি ফেসবুকে শেয়ার করে দোলন রায় লিখলেন, '' সংবিধানে আজ আমাদের ২ বছর...ঈশ্বরের সংবিধানে আজ আমাদের ২৭ বছর। সবাই কে নিয়ে ভালো থাকতে চাই, শুভেচ্ছা দিন বা মন্দ বলুন আপনারা সবাই ভালো থাকবেন... এই কামনা করি আমরা ঈশ্বরের কাছে।''
advertisement
4/5
বিয়ের সময় দীপঙ্করের বয়স ছিল ৭৫, দোলন ৪৯, দুজনের মধ্যে বয়সের ফারাক ২৫ বছরেরও বেশি। কিন্তু তাতে মিঞা-বিবির কিছুই যায় আসে না! তাঁরা নিজেদের ভালবাসায় এতটাই বুঁদ, যে দুনিয়া কি বলল, কী ভাবল, কুছ পরোয়া নেহি!
advertisement
5/5
দীপঙ্কর আর দোলন যে সময়টায় লিভ-ইন শুরু করেছিলেন, সে সময়ে লিভ-ইনের এতটা চল ছিল না। দীপঙ্কর তখন প্রতিষ্ঠিত অভিনেতা আর দোলন সবে কেরিয়ার শুরু করেছেন। একে বয়সের এতটা ফারাক তার মধ্যে লিভ-ইন, বহু সমালোচনা, বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। ইন্ডাস্ট্রির অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত নানা গসিপ।