TRENDING:

Dimple Kapadia Rajesh Khanna Marriage: ২৭ বছর রাজেশ খান্নার থেকে আলাদা ছিলেন ডিম্পল কাপাডিয়া! সানি দেওলের জন্যই কি ডিভোর্স হয়নি দুই তারকার?

Last Updated:
Dimple Kapadia Rajesh Khanna Marriage: মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই রয়েছেন যাঁরা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন একজন অভিনেতা বা অভিনেত্রীকে। এমনই এক দম্পতি ছিলেন রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়া।
advertisement
1/8
২৭ বছর রাজেশ খান্নার থেকে আলাদা ছিলেন ডিম্পল! সানি দেওলের জন্যই হয়নি ডিভোর্স...
মায়ানগরীতে সম্পর্ক যেমন গড়েছে, ভেঙেছেও বহু। বলিউডে ভালবেসে গাঁটছড়া বাঁধা অনেক বিয়েই কিন্তু শেষপর্যন্ত সফল হয়নি। কোথাও গিয়ে তাল কেটেছে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই রয়েছেন যাঁরা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন একজন অভিনেতা বা অভিনেত্রীকে। এমনই এক দম্পতি ছিলেন রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়া।
advertisement
2/8
১৬ বছর বয়সি ডিম্পলকে দেখেই প্রেমে ভেসেছিলেন সেই যুগের সুপারস্টার রাজেশ খান্না। তাঁর তখন বয়স ৩২ বছর। অর্থাৎ ডিম্পলের চেয়ে ১৬ বছরের বড় ছিলেন রাজেশ খান্না।
advertisement
3/8
সেই সময়কার সুপারস্টার রাজেশ খান্নাকে না বলতে পারেননি ডিম্পল। ফলে অচিরেই দুজন মহা ধুমধাম করে বিয়ে করেন। বিয়ের এক বছর পরই ছোট্ট টুইঙ্কল কোলে আসে। মা হন ডিম্পল। কয়েক বছর পর তিনি দ্বিতীয় কন্যা রিঙ্কির জন্ম দেন।
advertisement
4/8
ডিম্পল রাজেশ খান্নার সম্পর্কের ফাটল পারিবারিক জীবনে ব্যস্ত হয়ে পড়ায়, ডিম্পলের ক্যারিয়ার ধীরগতিতে এগোয়। যদিও ডিম্পল সবসময়ই চেয়েছিলেন চলচ্চিত্রে কাজ করতে, স্বামী রাজেশ খান্না তাঁকে বিয়ের পরে চলচ্চিত্রে কাজ করতে দেননি। যার কারণে দুজনের মধ্যে শুরু হয়ে দ্বন্দ্ব। এরইমধ্যে টিনা মুনিমের সঙ্গে রাজেশ খান্নার বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ডিম্পলের দূরত্ব বেড়েছিল রাজেশ খান্নার সঙ্গে।
advertisement
5/8
একটা সময় অশান্তি এতটাই বেড়ে যায় যে তিনি মেয়েদের নিয়ে রাজেশ খান্নার বাড়ি ছেড়ে চলে যান। রাজেশ খান্নার থেকে আলাদা হওয়ার পর, ডিম্পল আবার পর্দায় ফেরেন এবং এই সময় সানি দেওলের সঙ্গেও কাজ করেন এই অভিনেত্রী। সেই সুবাদেই ঘনিষ্ঠতা বাড়ে দু'জনের।
advertisement
6/8
রাজেশ খান্নার থেকে আলাদা হওয়ার পর, ডিম্পল আবার পর্দায় ফেরেন এবং এই সময় সানি দেওলের সঙ্গেও কাজ করেন এই অভিনেত্রী। সেই সুবাদেই ঘনিষ্ঠতা বাড়ে দু'জনের।
advertisement
7/8
মিডিয়া রিপোর্ট বলে, সেই সময় তাঁদের ঘনিষ্ঠতা এতটাই বাড়ে যে ডিম্পল সানিকে বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু সানি তার স্ত্রী পূজাকে ডিভোর্স দিতে রাজি হননি।
advertisement
8/8
সূত্রের খবর, সেই কারণেই ডিম্পলও রাজেশ খান্নাকে ডিভোর্স দেননি। অথচ ২৭ বছর ধরে তাঁর থেকে আলাদা ছিলেন ডিম্পল। এরপরে ২০১২ সালে রাজেশ খান্নার কাছে ফিরে আসেন ডিম্পল যখন অভিনেতা ক্যান্সারে আক্রান্ত হন। ২০১২ সালে যখন তিনি প্রয়াত হন সেই সময় ডিম্পল তাঁর সঙ্গেই ছিলেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dimple Kapadia Rajesh Khanna Marriage: ২৭ বছর রাজেশ খান্নার থেকে আলাদা ছিলেন ডিম্পল কাপাডিয়া! সানি দেওলের জন্যই কি ডিভোর্স হয়নি দুই তারকার?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল