Bollywood Gossip: রাজেশ খান্নাকে বিয়ের পরেই ভেঙে গিয়েছিল স্বপ্ন! কী এমন হয়েছিল ডিম্পল কাপাডিয়ার সঙ্গে?
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
নিজের এই সরল বিষয়গুলি নিয়ে হেসে ওঠেন ডিম্পল। তাঁর কথায়, “আমি একদম সত্যি কথা বলছি। কারণ ওই সময় আমি খুব ছোট ছিলাম। আর আমার উপর ফিল্মি প্রভাব ছিল। তাই আমরা যখন পাহাড়ে গেলাম এবং যখন সেখানে কোনও গান কিংবা হাওয়ার আওয়াজ শোনা গেল না, তখন আমি ভেঙে পড়লাম। আমার স্বপ্নগুলোও যেন শেষ হয়ে গেল। আমি সত্যি সত্যিই এতে বিশ্বাস করতাম। এতটা বোকা কেউ কীভাবে হতে পারেন? কিন্তু হ্যাঁ, আমি সেটাই ছিলাম।”
advertisement
1/8

সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে ডিম্পল কাপাডিয়ার প্রেম-বিয়ে বলিউডি ছবির তুলনায় কোনও অংশে কম নয়। কম বয়সেই রাজেশ খান্নার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ডিম্পল। এরপরেই কিছু সময়ের জন্য প্রচারের আলো থেকে দূরে চলে গিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
2/8
এক সাক্ষাৎকারে ডিম্পল ফিল্মি কায়দায় প্রেমের স্বপ্ন দেখার কথা স্বীকার করে নিয়েছিলেন। এমনকী ছবির মতো পাহাড়ের মধ্যে দিয়ে ‘মেরে সপনো কি রানি’ গানে রাজেশের সঙ্গে প্রেম করার দৃশ্য কল্পনা করার কথাও জানান অভিনেত্রী।
advertisement
3/8
এফআইসিসিআই এফএলও জয়পুর চ্যাপ্টার-এর সঙ্গে কথা বলার সময় ডিম্পল বলেন, “আমি সত্যিই খুবই ফিল্মি ছিলাম। আমি আসলেই ভাবতাম যে, পাহাড়ে গিয়ে রাজেশজি আমার জন্য গাইবেন ‘মেরে সপনো কি রানি কব আয়েগি তু’। তিনি আমাকে এমন জায়গায় নিয়ে গিয়ে ওই গানটা গাইবেন।”
advertisement
4/8
নিজের এই সরল বিষয়গুলি নিয়ে হেসে ওঠেন ডিম্পল। তাঁর কথায়, “আমি একদম সত্যি কথা বলছি। কারণ ওই সময় আমি খুব ছোট ছিলাম। আর আমার উপর ফিল্মি প্রভাব ছিল। তাই আমরা যখন পাহাড়ে গেলাম এবং যখন সেখানে কোনও গান কিংবা হাওয়ার আওয়াজ শোনা গেল না, তখন আমি ভেঙে পড়লাম। আমার স্বপ্নগুলোও যেন শেষ হয়ে গেল। আমি সত্যি সত্যিই এতে বিশ্বাস করতাম। এতটা বোকা কেউ কীভাবে হতে পারেন? কিন্তু হ্যাঁ, আমি সেটাই ছিলাম।”
advertisement
5/8
এই আলাপচারিতার মাঝেই নিজের জীবনের সেরা ভূমিকা নিয়েও মুখ খুলেছিলেন ডিম্পল কাপাডিয়া। তাঁর বক্তব্য, “রাজেশ খান্নার স্ত্রী হওয়াটাই ছিল আমার সেরা ভূমিকা। হ্যাঁ ওটাই আমার সেরা ভূমিকা ছিল।”
advertisement
6/8
বিচ্ছিন্ন হওয়ার আগে অবশ্য প্রায় ৮ বছর একসঙ্গে সংসার করেছেন ডিম্পল আর রাজেশ। যদিও কখনওই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি। ওই তারকা দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে - ট্যুইঙ্কল খান্না এবং রিঙ্কি খান্না।
advertisement
7/8
প্রসঙ্গত ‘ববি’ ছবি সাইন করার পরেই ডিম্পলের সঙ্গে প্রেম পর্ব শুরু হয় রাজেশ খান্নার। সেই সময় ১৩ বছর বয়স ছিল অভিনেত্রীর। আর অভিনেতা সেখানে তাঁর থেকে ১৫ বছরের বড় ছিলেন। স্মৃতিচারণ করে ডিম্পল জানান যে, রাজ কাপুরের ছবিতে সাইন করার পর আহমেদাবাদের এক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি।
advertisement
8/8
সেই সঙ্গে রুপোলি দুনিয়ার অন্যান্য তারকারাও সেখানে আমন্ত্রিত ছিলেন। আর একই উড়ানে পাশাপাশি বসে রওনা হয়েছিলেন রাজেশ-ডিম্পল। সেখান থেকেই শুরু হয়েছিল প্রেম-পর্ব!