TRENDING:

DDLJ-র ২৩ বছর পূর্তি, আজও সমান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাজ-সিমরন

Last Updated:
advertisement
1/5
DDLJ-র ২৩ বছর পূর্তি, আজও সমান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাজ-সিমরন
কাজল ও শাহরুখের দিলওয়ালে দুলহনিয়া লে যায়ঙ্গে বা ডিডিএলজের ২৩ বছর পূর্ণ হয়েছে ৷ এই ছবিই প্রথম ভাবতে শিখিয়েছে কীভাবে ভালবাসতে হয় ৷ ভালবাসার এক নতুন সংজ্ঞা সৃষ্টি করেছে ৷ ২৩ বছর পরে আজও একটু পুরনো হয়নি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/5
রাজ-সিমরনের প্রেম কাহিনি সব বয়সের দর্শকদের একসূত্রে গেঁথেছে ৷ এই সিনেমার পর থেকে অবিবাহিত মেয়েদের বিয়ের আগেই করোয়া চৌথ করার প্রবণতা শুরু করেছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/5
কাজল ও শাহরুখের দিলওয়ালে দুলহনিয়া লে যায়ঙ্গে মুম্বইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে একসঙ্গে ১২০০ দেখানো হয়েছে ৷ যা সারা পৃথিবীতে এক নজির সৃষ্টি করেছে ৷ লাগাতার ২৩ বছর ধরে একই প্রেক্ষাগৃহে এই ছবি দেখানো এক রেকর্ডও বটে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/5
DDLJ সংলাপে মজে ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ ২০১০ সালে ওবামার ভারত সফরে এই ছবির সংলাপ বারংবার বলে সবার মন জয় করেছিলেন ৷ ওবামার এক ভাষণে বলেছিলেন সেনোরিটা বড়ি বড়ি দেশমে এইসি ছোটি ছোটি বাত হোতা হি রহত্যা হ্যায় ৷ এই ছবির একাধিক সংলাপ বিদেশের মাঠেও তুলেছিল আলোড়ন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/5
এই ছবি রোমান্স কিং শাহরুখ খান ও কাজলের তুঝে দেখা তো জানা সনম গানটি সর্বাধিক হিট হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
DDLJ-র ২৩ বছর পূর্তি, আজও সমান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাজ-সিমরন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল