Gourab Mandol: বিয়ের আগেই মা হয়ে গেলেন? গৌরব ও তাঁর রুশ প্রেমিকার কোলে একরত্তি! 'ছোট্ট সারপ্রাইজ' বলে চমক যুগলের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Gourab Mandol Gossip: একরত্তিকে কোলে নিয়ে রিল ভিডিও দিলেন গৌরব-চিন্তামণি। রুশ সুন্দরীর কোলে একরত্তি। পাশে দাঁড়িয়ে গৌরব। দু’জনেরই একগাল হাসি। চারদিকে হইহই পড়ে গেল, তবে কি বিয়ের আগেই সন্তানের আগমন হয়েছে যুগলের পরিবারে?
advertisement
1/8

২০২২ সালেই ভাঙা। ২০২২ সালেই গড়া। টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি জ্যাসমিন রায় এবং গৌরব মণ্ডলের বিচ্ছেদ হয়ে যায়। তারপর গৌরব নতুন সম্পর্কে পা রাখেন।
advertisement
2/8
রাশিয়ান সুন্দরী চিন্তামণি ডায়না। বৃন্দাবনের বিখ্যাত নৃত্যশিল্পী ডায়না কৃষ্ণপ্রেমেই এদেশে এসেছিলেন। উত্তরপ্রদেশের বৃন্দাবনে গিয়েই ডায়নার সঙ্গে আলাপ গৌরবের।
advertisement
3/8
গত অগাস্ট মাসে কৃষ্ণনাম উচ্চারণ করে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন ডায়না-গৌরব। বাগদান সারেন দিল্লিতে।
advertisement
4/8
বিয়ের সুখবর যদিও এখনও পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের ছবি দেখা যায়। হঠাৎই বড় ‘সারপ্রাইজ’ দিয়ে বসলেন যুগল।
advertisement
5/8
একরত্তিকে কোলে নিয়ে রিল ভিডিও দিলেন গৌরব-চিন্তামণি। রুশ সুন্দরীর কোলে একরত্তি। পাশে দাঁড়িয়ে গৌরব। দু’জনেরই একগাল হাসি।
advertisement
6/8
সাদা জামা ও হেয়ার ব্যান্ডে বড়ই আদুরে একরত্তি। চারদিকে হইহই পড়ে গেল, তবে কি বিয়ের আগেই সন্তানের আগমন হয়েছে যুগলের পরিবারে?
advertisement
7/8
ধন্দ তৈরি হয়েছে চিন্তামণির ক্যাপশনে, তিনি লিখেছেন, ‘ছোট্ট সারপ্রাইজ’। তাঁদের কমেন্ট বক্সে একাধিক নেটিজেনের প্রশ্ন, ব্যাপারটা কী, তোমাদের কি সন্তান রয়েছে, তোমরা কি দত্তক নিয়েছ? তুমি অন্তঃসত্ত্বা কবে ছিলে?
advertisement
8/8
প্রশ্নের ঝড়ের মাঝেই উত্তর দিলেন খোদ চিন্তামণি। তিনি হেসে মন্তব্য করলেন, ‘আমার বন্ধুর সন্তান। আমার নয়।’