TRENDING:

আমিরের জন্য নাকি বাথরুমে বসে কয়েকঘণ্টা কেঁদেছিলেন দিব্যা ভারতী! কিন্তু কেন?

Last Updated:
advertisement
1/10
আমিরের জন্য নাকি বাথরুমে বসে কয়েকঘণ্টা কেঁদেছিলেন দিব্যা ভারতী! কিন্তু কেন?
♦বলি ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় মিস্টার পারফেকশনিস্ট আমির খান নাকি বরাবরই নাক উঁচু ৷ তিনি নাকি অনেক সময়ই জুনিয়র অ্যাক্টরদের সঙ্গে ভাল ব্যবহার করেন না ৷ অন্তত একটা সময় প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতী অভিযোগ করেছিলেন ৷
advertisement
2/10
♦ সুন্দরী বলিউডি অভিনেত্রী দিব্যাকে নিশ্চয়ই মনে আছে ? খুব অল্প সময়ের মধ্যেই উনি জনপ্রিয়তার শিখরে ওঠেন ৷ কিন্তু মাত্র ১৯ বছর বয়েসে মদ্যপ অবস্থায় জানলার কার্নিস থেকে পড়ে মারা যান তিনি ৷ যাই হোক, ফেরা যাক মূল বিষয়ে ৷ দিব্যা তখনও সেভাবে প্রতিষ্ঠিত হননি বলিউডে ৷
advertisement
3/10
♦ সে সময়ই একবার লন্ডনে শো করার ডাক পান উনি ৷ এই শোতে উনি ছাড়াও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা যেমন আমির খান এবং সলমন খান ছিলেন ৷ সেখানে আমির ও দিব্যার একসঙ্গে পারফর্ম করার কথা ছিল ৷ কিন্তু আমির রাগ করে শেষ অবধি কিন্তু দিব্যার সঙ্গে পারফর্ম করেননি ৷
advertisement
4/10
♦ মার্চ ১৯৯২-এ স্টারডাস্ট পত্রিকায় প্রকাশিত দিব্যার সাক্ষাত্‍কার থেকে জানা যাচ্ছে আমির কীরকম ব্যবহার করে ছিলেন ওঁর সঙ্গে ৷ তিনি সেখানে বলেছিলেন,‘‘আমিরের আমার ওপর রাগ করার কোনও অধিকার নেই ৷ উল্টে আমার ওর ওপর রাগ করা উচিত ৷ লাইভ শো করতে গেলে একটু-আধটু ভুল সবারই হয় ৷ আমারও হয়েছিল ৷
advertisement
5/10
♦ কিন্তু আমি সঙ্গে সঙ্গে তা সংশোধন করে নিই ৷ কিন্তু আমির তা লক্ষ্য করে এবং উদ্যোক্ততাদের জানিয়ে দেয় তিনি ৷ এবং তিনি বলেন, কোরিওগ্রাফারের বোনের সঙ্গে রিহার্সাল করতে চান ৷’’
advertisement
6/10
♦ ‘‘কিন্তু আমার সব থেকে খারাপ লাগলো যখন দেখলাম আমির আমার সঙ্গে পারফর্ম না করে তা জুহি চাওলার সঙ্গে করছে ৷ আমার তিনটে গানের সঙ্গে পারফর্ম করার কথা ছিল ৷ কিন্তু জুহির অনেকগুলো ছিল ডান্স পারফর্ম করার কথা ছিল, তা সত্ত্বেও ও এটাতেও পারফর্ম করলেন ৷ আমিরের সঙ্গে আমার একটা মেডলে ছিল ৷ ও সেটাও করতে মানা করে দিলেন ৷ বলেন তিনি নাকি খুব ক্লান্ত ৷
advertisement
7/10
♦ এর ফলে আমার কাছে মাত্র একটা গান রইল ‘সাত সমুন্দর’ ৷ আমি কেঁদে ফেলেছিলাম ৷ তখন সলমন আমার পাশে এসে দাঁড়ায় ৷ ও এমনিতেই অনেকগুলো গানে পারফর্ম করছিল ৷ কিন্তু তাও আমার সঙ্গে মেডলে করতে রাজি হয়ে গেল ৷ সলমনের ব্যবহারে আমি মুগ্ধ ৷ আমি সিওর এতে আমির প্রচন্ড রেগে যায় সলমনের ওপর ৷
advertisement
8/10
♦ আমিরের অ্যাটিটিউড দেখে খুব খারাপ লাগে ৷ সিনিয়ার অ্যাক্টর হয়ে ওর উচিত জুনিয়রদের ভুল ত্রুটি শুধরে দেওয়া ৷ ওর একজন সিনিয়ারের মতো ব্যবহার করা উচিত, একজন তারকার মতো নয় ৷ ’’ এখানেই শেষ নয়, শোনা যায় আমিরের হস্তক্ষেপেই নাকি ‘ডর’ ছবি থেকে দিব্যাকে বাদ দিয়ে দেন যশ চোপড়া ৷
advertisement
9/10
♦ একটা সাক্ষাত্‍কারে দিব্যার মা বলেছিলেন ‘‘ অনেকেই ভাবে যশ চোপড়ার সঙ্গে মনোমালিন্য হওয়ায় ওকে ডর ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় | এটা কিন্তু সত্যি ঘটনা নয় ৷ সানি দেওল যখন এই ছবি সই করেন তখন উনি দিব্যাকে চেয়েছিলেন ৷ অন্যদিকে, আমির চেয়েছিলেন ওই চরিত্রটা জুহি চাওলা করুক ৷ ওই সময় আমরা আমেরিকাতে ছিলাম ৷
advertisement
10/10
♦ সেখানে যাওয়ার আগে শুনে গেলাম যে ডর ছবিতে দিব্যা, সানি আর আমির থাকবে ৷ কিন্তু ফিরে আসার পর শুনলাম দিব্যার বদলে জুহি চাওলাকে নেওয়া হয়েছে ৷ যদিও পরে আমিরকেও এই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তার বদলে নেওয়া হয় শাহরুখ খানকে ৷'
বাংলা খবর/ছবি/বিনোদন/
আমিরের জন্য নাকি বাথরুমে বসে কয়েকঘণ্টা কেঁদেছিলেন দিব্যা ভারতী! কিন্তু কেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল