দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে দিয়া মির্জা ! ৩৯ বছর বয়সে চুপি-চুপি বিয়ের প্ল্যান নায়িকার !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
এর আগে ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সাহিল সাঙ্ঘিকে।
advertisement
1/5

দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন দিয়া মির্জা (Dia Mirza)। সামনের ১৫ তারিখ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি বিয়ে সারবেন তিনি। তবে এবারের প্রেম পর্বকে মিডিয়ার আড়ালেই রেখেছিলেন দিয়া। photo source collected
advertisement
2/5
এর আগে ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সাহিল সাঙ্ঘিকে। প্রথমে সুখেই ঘর করছিলেন। কিন্তু তারপর হঠাৎ দাম্পত্য কলহ শুরু। এবং ২০১৯-এ বিবাহ বিচ্ছেদ। ১১ বছর ধরে প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা।photo source collected
advertisement
3/5
তারপরই ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে। তাঁদের এক সঙ্গে কোথাও ঘুরতে দেখা যায়নি। তবে এবার একেবারে বিয়ে সেরে ফেলবেন দিয়া। photo source collected
advertisement
4/5
জানা গিয়েছে, নিজের বাড়িতেই বিয়ে করবেন তিনি। কোনও বলিউড সেলেবদের ডাকবেন না। আত্মীয়দের নিয়ে ছোট করেই হবে বিয়ে। photo source collected
advertisement
5/5
প্রথমে এই বিয়ে নিয়ে কানাঘুষো ছিল। কিন্তু বিয়ের খবরকে উড়িয়ে দেননি দিয়া। নতুন করে আবার জীবন শুরু করতে চান ৩৯ বছর বয়সী অভিনেত্রী। photo source collected