Dev-Rukmini: সব অপেক্ষার অবসান... নতুন বছরে নতুন পথচলা শুরু করবেন দেব-রুক্মিণী জুটি, সামনে এল 'তারিখ'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
টেক্কার খবর প্রকাশ্য়ে আসতে না আসতেই আরেক বড় খবর দিল এই জুটি। এবার বড় পর্দায় আসছে বিনোদিনী…একটি নটীর আখ্যান। প্রযোজনায় রয়েছেন দেব। মোশন পোস্টার শেয়ার করে দেব লেখেন 'থিয়েটার এবং বঙ্গ রঙ্গমঞ্চের মহানায়িকা বিনোদিনী আসছেন তাঁর অজানা কথা শোনাতে! আগামী ২৩শে জানুয়ারি ২০২৫, সিনেমার পর্দায় ঝড় তুলবে এই বিশ্ব বিখ্যাত অভিনেত্রীর জীবন কাহিনী'।
advertisement
1/7

পর্দায় দেব-রুক্মিণীর জুটিকে ফের দেখতে উদগ্রীব দর্শক। মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবি 'টেক্কা'। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
advertisement
2/7
পুজোয় আসতে চলেছে দেবের ছবি ‘টেক্কা’। ছবির ট্রেলার দেখে আপাতভাবে মনে হচ্ছে কিডন্যাপারের ভূমিকায় রয়েছেন দেব এবং দুঁদে ক্রাইম ব্রাঞ্চ অফিসার রুক্মিণী।
advertisement
3/7
কিশমিশ ছবিতে দেব-রুক্মিণীর রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। স্বাভাবিকভাবেই তাঁদের ফের বড়পর্দায় দেখতে মুখিয়ে আছে দর্শক।
advertisement
4/7
টেক্কার খবর প্রকাশ্য়ে আসতে না আসতেই আরেক বড় খবর দিল এই জুটি। এবার বড় পর্দায় আসছে বিনোদিনী…একটি নটীর আখ্যান। প্রযোজনায় রয়েছেন দেব। মোশন পোস্টার শেয়ার করে দেব লেখেন 'থিয়েটার এবং বঙ্গ রঙ্গমঞ্চের মহানায়িকা বিনোদিনী আসছেন তাঁর অজানা কথা শোনাতে! আগামী ২৩শে জানুয়ারি ২০২৫, সিনেমার পর্দায় ঝড় তুলবে এই বিশ্ব বিখ্যাত অভিনেত্রীর জীবন কাহিনী'।
advertisement
5/7
ছবিতে অভিনয়ের জন্য নিজেকে নিয়ে ভাঙাচোরা করতে পিছপা হন না রুক্মিণী। কমেডি ছবি 'বুমেরাং'-এ দ্বৈত ভূমিকায় নজর কেড়েছিলেন তিনি।
advertisement
6/7
বছরের শুরু থেকেই একেবারে অন্য মেজাজে রুক্মিণী মৈত্র। একটার পর একটা আইকনিক সব চরিত্রে তিনি অভিনয় করে চলেছেন। কখনও বিনোদিনী তো কখনও সত্যবতী। নানান চ্যালেঞ্জিং চরিত্রে সাবলীল অভিনেত্রী।চ্যাম্প’ দিয়ে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে পথ চলা শুরু করেছিলেন দেব-প্রিয়া রুক্মিণী। প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয়ে জিতে নিয়েছিলেন দর্শকদের মন। তারপর একে একে ‘ককপিট’, ‘পাসওয়ার্ড’, ‘কিশমিশ’, ‘কবীর’ প্রভৃতি নানা ছবিতে তাঁকে দেখা গিয়েছে। ঘরোয়া প্রোডাকশনের পাশাপাশি তিনি অন্যান্য হাউসে সঙ্গেও হিট ছবি উপহার দিয়েছেন। তারমধ্যে অন্যতম ‘সুইজারল্যান্ড’।
advertisement
7/7
খুব স্বাভাবিকভাবেই তাঁকে বিনোদিনী চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন দর্শককুল।