Fresh Movie Pairings Of 2022: নতুন বছর নতুন জুটি! বলিউডের আগামী ছবিতে দারুণ সব চমক, দেখুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
এক ঝলকে দেখে নিন অনস্ক্রিনে প্রথমবার কারা জুটি বাঁধলেন নতুন বছরে... (Fresh Movie Pairings Of 2022)
advertisement
1/11

বলিউডের ছবিতে জুটি নির্ভর বহু হিট ছবি রয়েছে। অনেক সময়ই ছবির গল্প পছন্দ না হলেও, ছবির জুটি সেই ছবিকে হিট করে দিয়েছে (Fresh Movie Pairings Of 2022)। ২০২২ সালের নতুন হিন্দি ছবিতেও এমন বহু নতুন জুটিকে দেখতে পাবে দর্শক (Fresh Movie Pairings Of 2022)। এক ঝলকে দেখে নিন অনস্ক্রিনে প্রথমবার কারা জুটি বাঁধলেন নতুন বছরে... (Fresh Movie Pairings Of 2022)
advertisement
2/11
রণবীর কাপুর ও আলিয়া ভাট অফস্ক্রিনেও জুটি বেঁধেছেন বলে গুঞ্জন। তবে অনস্ক্রিনেও এবার অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন তাঁরা।
advertisement
3/11
পরিচালক শকুন বাত্রার 'গেহরাইয়া' ছবিতে প্রথমবার জুটি বাঁধলেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী।
advertisement
4/11
ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি জুটি বেঁধেছেন শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস ছবিতে।
advertisement
5/11
কিয়ারা আডবানী ও বরুণ ধাওয়ানকে দেখা যাবে রাজ মেহতার পারিবারিক ড্রামা কমেডি যুগ যুগ জিও ছবিতে।
advertisement
6/11
রাজকুমার রাও ও ভূমি পেডনেকরকে একসঙ্গে দেখা যাবে বাধাই দো ছবিতে।
advertisement
7/11
রণবীর সিং ও জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়েকে দেখা যাবে রোহিত শেট্টির সার্কাস ছবিতে। রণবীরের ডাবল রোল।
advertisement
8/11
অনন্যা পান্ডে ও বিজয় দেবেড়কোন্ডাকে দেখা যাবে লাইগার ছবিতে।
advertisement
9/11
আয়ুষ্মান খুরানা ও রাকুলপ্রীত সিংকে দেখা যাবে অনুভূতি কাশ্যপের ডক্টর জি ছবিতে।
advertisement
10/11
প্রভাস, কৃতি শ্যাননের জুিট দেখা যাবে আদিপুরুষ ছবিতে।
advertisement
11/11
সিদ্ধার্থ মালহোত্রা ও দিশা পাটানির নয়া জুটি দেখা যাবে যোধা ছবিতে।