Deepika Padukone Shares Good News: ' আমাদের ভালবাসার ফসল', বছরশেষে সুখবর দিলেন দীপিকা পাড়ুকোন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বছর শেষে সুখবর দিলেন বলিটাউনের 'হেভিওয়েট' অভিনেত্রী দীপিকা পাড়ুকোন
advertisement
1/6

বছর শেষে সুখবর দিলেন বলিটাউনের 'হেভিওয়েট' অভিনেত্রী দীপিকা পাড়ুকোন! ইনস্টাগ্রামে সুন্দরী জানালেন,'' আমাদের ভালবাসার ফসল আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি!''
advertisement
2/6
সুখবর দিতে পেরে উচ্ছ্বসিত দীপিকা! সোশ্যাল মিডিয়ায় জানালেন, '' জানি অপেক্ষাটা লম্বা ছিল, তবে কথায় আছে, সবুরে মেওয়া ফলে! অপেক্ষা যত দীর্ঘ হয়, তার ফল তত মিষ্টি হয়। আমার ক্ষেত্রেও এটাই সত্যি!''
advertisement
3/6
দীপিকা নিজের অনুভূতির কথা শেয়ার করে জানান, '' আমি মন থেকে এটা চেয়েছিলাম, ট্রুলি ম্যাজিক্যাল!''
advertisement
4/6
কী সুখবর নিয়ে এত উত্তেজিত নায়িকা? সোমবার তাঁর নয়া ছবি 'গেহরাইয়া'-র ( Gehraiyaan) কথা ইনস্টাগ্রামে শেয়ার করেন দীপিকা পাড়ুকোন। পরিচালক শকুন বাত্রার ছবিতে অভিনয় করেছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ছবির টিজার।
advertisement
5/6
'গেহরাইয়া'-র ( Gehraiyaan) শ্যুটিংয়ের বেশ কয়েকটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন দীপিকা। ছবির প্রযোজক করণ জোহর ও শকুন বাত্রা।
advertisement
6/6
ছবিতে ( Gehraiyaan) দীপিকার পাশাপাশি অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে। চলতি বছর ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির, কিন্তু লকডাউনের কারণে রিলিজ পিছিয়ে যায়। দীপিকা জানান, এবার ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি