Deepika Pdukone : সেই চোখ, সেই হাসি, অবিকল দীপিকা! কলকাতার তরুণীর ছবি দেখে অবাক নেটিজেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Deepika Padukone : এবার সোশ্যাল মিডিয়ায় চমকে দিলেন এক তরুণী। সেই চোখ, সেই তাকানো, সেই ভ্রু, সেই হাসি।
advertisement
1/5

এমন মিল চোখে পড়লে চমকে উঠতে হয়। অভিনেত্রী দীপিকা পাডুকোন বলিউডের ডিভা। এই ব্যাপারে কারও কোনও সন্দেহ নেই। তাই তাঁর সঙ্গে চেহারায় মিল থাকা আনন্দের তো বটেই। সেই বড় বড় চোখ। বুকে আগুন ধরানো হাসি। আর টান টান দীর্ঘাঙ্গী চেহারা। দীপিকায় মুগ্ধ নেটিজেন।
advertisement
2/5
এবার সোশ্যাল মিডিয়ায় চমকে দিলেন এক তরুণী। সেই চোখ, সেই তাকানো, সেই ভ্রু, সেই হাসি। অবিকল যেন দীপিকা। ঋজুতা ঘোষ দেব নামে এই বঙ্গতনয়া নেট দুনিয়ায় ঝড় ফেলে দিয়েছেন। ছবি দেখেই নেটিজেন বলছে, এ তো দীপিকা!
advertisement
3/5
ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় ঋজুতা। তাঁর ফলোয়ার সংখ্যা ৫০ হাজার।কলকাতার তরুণী নিজের ছবি ভিডিও প্রায়ই শেয়ার করেন ইনস্টাগ্রামে। আর চমকে দেন নেটিজেনকে। অনেকেই তাঁকে দীপিকা বলে ভুল করেন।
advertisement
4/5
কেউ ঋজুতাকে বলছেন, এ তো দীপিকা লাইট। ঋজুতা সোশ্যাল মিডিয়ায় একজন ডিজিটাল ক্রিয়েটর। তবে তাঁর ছবি দেখে দীপিকার অনুরাগীরাও অবাক। তাঁরাও ফলো করছেন কলকাতার এই তরুণীকে।
advertisement
5/5
চেহারায় তো মিল আছেই। বিশেষ করে চোখ ও তাকানোয় রয়েছে সাদৃশ্য। তা ছাড়াও পোশাক আশাক, স্টাইল চুল বাঁধা ও ছবি তোলার ধরনেও মিল খুঁজে পান নেটিজেনরা। ঋজুতা নিজেও জানেন তাঁকে ডিভার মতো দেখতে। আর তাই তাঁর ফলোয়ার সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে।