Deepika Padukone : ভেজা চুল, পরনে বিকিনি! ফাঁস পাঠান-এর সেট থেকে দীপিকার একাধিক সাহসী ছবি
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Deepika Padukone : ছবির শ্যুটিং হচ্ছে স্পেন-এ। ছবির সেট থেকে যাতে কোনও ছবি ফাঁস না হয় তাই রয়েছে বিশেষ ঘেরাটোপ।
advertisement
1/7

পাঠান ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। শাহরুখ খান এই ছবিতে কামব্যাক করতে চলেছেন। ছবির সেট থেকে সম্প্রতি ফাঁস হয়ে গেল দীপিকার কিছু ছবি।
advertisement
2/7
ছবির শ্যুটিং হচ্ছে স্পেন-এ। ছবির সেট থেকে যাতে কোনও ছবি ফাঁস না হয় তাই রয়েছে বিশেষ ঘেরাটোপ। তবে তার মধ্যেও ফাঁস দীপিকার (Deepika Padukone) বিকিনি পরা ছবি।
advertisement
3/7
ছবিতে দীপিকাকে (Deepika Padukone) যে বেশ হট অবতারে দেখা যাবে তা ফাঁস হওয়া এই ছবিগুলি দেখেই বোঝা যায়। ফিল্মি বাডি টিভি-র ইনস্টাগ্রাম পেজে পোস্ট হওয়া এই ছবিগুলি পারদ চড়িয়েছে।
advertisement
4/7
কালো সাদা এই বিকিনিতে দেখা যাবে দীপিকাকে। সঙ্গে কানে স্টেটমেন্ট দুল। দীপিকার এই হট অবতার দেখার জন্য আগ্রহী দর্শক।
advertisement
5/7
আর একটি লুকে দীপিকাকে দেখা যাচ্ছে এই হলুদ রঙের বিকিনিতে। ভেজা চুল ও বিকিনি। বোঝাই যাচ্ছে বেশ সাহসী চরিত্রে দেখা যাবে তাঁকে।
advertisement
6/7
আর তাই ছবিগুলি ফাঁস হতেই নেট দুনিয়ায় ঝড় উঠেছে। কিছুদিন আগেই গেহেরাইয়া ছবিতে আরও একটি সাহসী চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
advertisement
7/7
ছবিতে দীপিকার অভিনয় প্রশংসিত হয়েছে। ২০২৩ এ মুক্তি পাবে পাঠান। ছবিতে শাহরুখ খান ছাড়াও আছেন জন আব্রাহাম।