Deepika Padukone Pregnant: ‘স্পষ্ট বেবি বাম্প!’ শাড়ি দিয়েই কি আড়াল করার চেষ্টা? দীপিকার সোশ্যাল মিডিয়া পোস্ট উস্কে দিল মা হওয়ার জল্পনা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
দীপিকার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট এই গুজবকে আরও উস্কে দিয়েছে।
advertisement
1/8

দিপীকা পাডুকোন কি গর্ভবতী? বেশ কিছুদিন ধরেই মিডিয়ার অন্দরে এই গুঞ্জনে তোলপাড় বলিউড। সম্প্রতি ‘দেখা গেল অভিনেত্রীর বেবি বাম্প’। অন্তত তেমনটাই দাবি নেটিজেনদের। দীপিকার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট এই গুজবকে আরও উস্কে দিয়েছে।
advertisement
2/8
এই সপ্তাহের শুরুতেই দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয় দিপীকা অন্ত:স্বত্তা। রিপোর্টে আরও দাবি, ‘‘গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারে আছেন অভিনেত্রী’’। জানা গিয়েছে এখনই কাউকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাতে চাইছেন না দিপীকা বা রণবীর কেউই।
advertisement
3/8
সম্প্রতি ৭৭তম বাফটা-য় উপস্থিত ছিলেন দীপিকা। হলিউডের সেই অ্যাওয়ার্ড শোয়ে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী। হালকা মেকআপ, স্বল্প গয়নায় তাঁর থেকে চোখ ফেরানো দায়।
advertisement
4/8
মনে করা হচ্ছে, শাড়িটি তিনি এমন ভাবেই পড়েন, যাতে তাঁর স্ফীত মধ্যপ্রদেশ কারও চোখে না পড়ে। পাপারাৎজির ক্যামেরায় স্বচ্ছন্দে ধরা দিয়েছেন অভিনেত্রী। কোনও রকম অস্বস্তি ধরা পড়েনি তাঁর আচরণে।
advertisement
5/8
তবে ভক্তদের দাবি আড়াল করার চেষ্টা করলেও দেখা যাচ্ছে তাঁর বেবি বাম্প। অনেকের মতে, তাঁরা ফাইটারের প্রচারের সময়ও দিপীকার বেবি বাম্প লক্ষ্য করেছিলেন।
advertisement
6/8
advertisement
7/8
একজন ভক্তের মন্তব্য, ‘‘কেউ কি বেবি বাম্প এখনও দেখোনি।’’ অন্য এক ব্যক্তি বলেছেন, ‘‘দিপীকা তুমি কি সত্যিই গর্ভবতী?’’ দিপীকার এক ভক্ত লিখেছেন, ‘‘ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তুমি গর্ভবতী বলে দাও।’’
advertisement
8/8
যদিও অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দীপিকা। রণবীরও এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাঁদের অভিভাবক হওয়ার গুঞ্জনে উত্তাল বলিউড। নেটমাধ্যমেও চলছে বিস্তর আলোচনা। ইতিমধ্যেই অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের।