Debasree Roy: দেবশ্রী রায় এবার পড়াবেন 'কেমিস্ট্রি'? সৌরভের সঙ্গে জুটি অভিনেত্রীর, বিরাট চমক
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
দেবশ্রী রায় এবার পড়াবেন 'কেমিস্ট্রি? শুনে নিশ্চয়ই খুব অবাক হলেন? তবে এবার অভিনেত্রী আসবেন রসায়নের পাঠ দিতে, তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজে।
advertisement
1/6

দেবশ্রী রায় এবার পড়াবেন 'কেমিস্ট্রি? শুনে নিশ্চয়ই খুব অবাক হলেন? তবে এবার অভিনেত্রী আসবেন রসায়নের পাঠ দিতে, তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজে।
advertisement
2/6
বড় পর্দা অতন্ত্য পরিচিত মুখ দেবশ্রী রায়। একদম ছোট্ট বয়সে চলচিত্র জগতে পা রাখেন, প্রথমে শিশু শিল্পী হিসেবে কাজ করলেও পড়ে তিনি হয়ে ওঠেন স্বপ্নের নায়িকা।
advertisement
3/6
সিনেমা, টেলিভিশন সর্বত্র তিনি সাবলীল। বড় পর্দা দিয়ে শুরু হলেও তিনি ছোট পর্দাতেও সমান দক্ষতায় কাজ করেছেন। তাঁকে 'সর্বজয়া' ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা গিয়ে ছিল। খুব প্রশংসিত হয়েছিল এই মেগা।
advertisement
4/6
সব সময়ই অভিনেত্রী নিজেকে ভেঙেছেন-গড়েছেন, নিয়েছেন নানা চ্যালেঞ্জ। আর এবার তিনি সৌরভ চক্রবর্তীর হাত ধরে ওয়েব সিরিজের জগতে পা রাখলেন।
advertisement
5/6
কেমিস্ট্রি বোঝাতে বোঝাতে যদি রান্নার মাধ্যমে শেখানো যায় তাহলে কেমন হয় বলুন তো? 'কেমিস্ট্রি মাসি' ঠিক সেটাই করেন। সৌরভ তাঁর আসন্ন সিরিজে মধ্যবয়সী এক ব্লগারের গল্প বলবেন। যা মুক্তি পাবে হইচইতে।
advertisement
6/6
আর সেখানেই 'কেমিস্ট্রি মাসি'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দেবশ্রীকে। এর আগে হইচইতে সৌরভের রাজনীতি সিরিজটি বেশ প্রশংসা কুড়িয়েছিল। আর তাঁরই সঙ্গে এবার জুটি বাঁধলেন দেবশ্রী। তাঁদের রসায়ন ঠিক কতটা মন জয় করবে দর্শকদের? সেটা সময় বলবে।