TRENDING:

Dangal Actress Death: ‘তোমাকে ছাড়া দঙ্গল অসম্পূর্ণ’! ১৯-এই থেমে গেল আমিরের অনস্ক্রিন কন‍্যার পথচলা! শোকার্ত তারকার প্রযোজনা সংস্থার

Last Updated:
আমির খানের প্রোডাকশানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হল সুহানির মৃত‍্যুতে।
advertisement
1/6
‘তোমাকে ছাড়া দঙ্গল অসম্পূর্ণ’! ১৯-এই থেমে গেল আমিরের অনস্ক্রিন কন‍্যার পথচলা!
মাত্র ১৯ বছর বয়সেই থেমে গেল তাঁর পথচলা। ববিতার ছোট বয়সের চরিত্রে ‘দঙ্গল’-এ মাতিয়ে দিয়েছিলেন সুহানি ভাটনাগর। আমিরের কন‍্যার চরিত্রে অল্প বয়সেই নিজের জাত চিনিয়েছিলেন তিনি। সেই দঙ্গল-গার্লের মৃত‍্যুতে শোকার্ত বলিউড।
advertisement
2/6
আমির খানের প্রোডাকশানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হল সুহানির মৃত‍্যুতে। আমির খানের প্রোডাকশন হাউসের পক্ষ থেকে একটি X হ‍্যান্ডেলে পোস্ট করা হয়েছে, ‘‘সুহানির মৃত‍্যুর খবরে আমরা অত‍্যন্ত মর্মাহত। ওনার মা পুজাজি এবং পুরো পরিবারের প্রতি আমাদের সমবেদনা। ওনাকে ছাড়া দঙ্গল অসম্পূর্ণ থাকত। সুহানি তোমাকে সর্বদা একজন তারকা হিসেবে মনে রাখব। আত্মার শান্তি কামনা করি।’’
advertisement
3/6
২০১৬ সালে নীতেশ তিওয়ারির পরিচালনায় মুক্তি পেয়েছিল আত্মজীবনীমূলক ক্রীড়াকেন্দ্রিক ছবি ‘দঙ্গল’।
advertisement
4/6
ছবিতে মহাবীর ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান । ছোট্ট গীতার ভূমিকায় জায়রা ওয়াসিম এবং ববিতার ভূমিকায় সুহানির অভিনয় মন জয় করেছিল দর্শকদের।
advertisement
5/6
শোনা যাচ্ছে, কিছু দিন আগেই পা ভেঙে গিয়েছিল অভিনেত্রীর। দিল্লি এইএমস-এ ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসা শুরু করা হয় তাঁর। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন তিনি।
advertisement
6/6
সেখান থেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সেই থেকেই এই তরুণ অভিনেত্রীর অকালপ্রয়াণ বলে জানা গিয়েছে। ফরিদাবাদের বাসিন্দা সুহানির শেষকৃত্য শনিবার সম্পন্ন হবে সেই শহরেই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dangal Actress Death: ‘তোমাকে ছাড়া দঙ্গল অসম্পূর্ণ’! ১৯-এই থেমে গেল আমিরের অনস্ক্রিন কন‍্যার পথচলা! শোকার্ত তারকার প্রযোজনা সংস্থার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল