TRENDING:

Raghu Dakat: শিলিগুড়িতে ধুন্ধুমার কাণ্ড! ভর সন্ধ্যায় পড়ল 'ডাকাত'! ছুটে এল দূর-দূরান্তের মানুষ, তারপরই শুরু...

Last Updated:
Raghu Dakat: শিলিগুড়ির বুকে হঠাৎ 'ডাকাত' নামতেই যে উন্মাদনা, তা যেন ছাপিয়ে গেল সবকিছু। ভিড়, চিৎকার, উল্লাসে মুহূর্তেই উৎসবের আবহ তৈরি হল শহরে। আসল ডাকাত নয়, তবুও এই 'ডাকাত আগমনে শিলিগুড়ির সাধারণ মানুষ পেলেন এক স্মরণীয় সন্ধ্যা।
advertisement
1/5
শিলিগুড়িতে ধুন্ধুমার কাণ্ড! ভর সন্ধ্যায় পড়ল 'ডাকাত'! ছুটে এল দূর-দূরান্তের মানুষ
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : ভর সন্ধ্যায় হঠাৎ শিলিগুড়ির এক নামী শপিংমলে নেমে এল ‘ডাকাত’। তবে এ ডাকাত আসল নয়, বাংলা টলিউডের আসন্ন সিনেমা রঘু ডাকাত–এর প্রচারে হাজির হয়েছিলেন অভিনেতা-সাংসদ দেব এবং তার সম্পূর্ণ কলাকুশলীরা। সোমবার বিকেলে শুরু হওয়া এই প্রমোশনে ভিড় জমে যায় গোটা শপিং মল জুড়ে।
advertisement
2/5
শহরের বিভিন্ন প্রান্ত ছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, মালবাজার থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন দেবকে এক ঝলক দেখার জন্য। কেউ দুপুর ১২টা থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, আবার কেউ গাছের মগডালে উঠে দেবকে দেখতে চান। বিকেল ৫টায় জমকালো গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান, আর সন্ধ্যা সাড়ে ছ’টায় দেব মঞ্চে উঠতেই চিৎকারে মুখরিত হয়ে ওঠে গোটা শপিংমল।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো—কেউ কান্নায় ভেঙে পড়েছেন, কেউ আবার পুলিশের ব্যারিকেড টপকে দেবের কাছে পৌঁছনোর চেষ্টা করেছেন। এমনকি আশি ছুঁইছুঁই এক বৃদ্ধা মহিলা দেবকে আশীর্বাদ দিতে মঞ্চে উঠে পড়েন। অন্যদিকে, এক ক্ষুদে ভক্তও সাহস করে মঞ্চে উঠে পড়ে দেবের কাছে। অভিনেতা নিজে বয়স্ক মহিলা ও শিশুটিকে জড়িয়ে ধরতেই দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয় একাধিক পুলিশ বাহিনী এবং ভলেন্টিয়ার। সত্যিকারের ডাকাত নয়, কিন্তু দেবের রঘু ডাকাত–এর ঝড়ে কার্যত কাঁপল শিলিগুড়ি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
শিলিগুড়ির বুকে হঠাৎ 'ডাকাত' নামতেই যে উন্মাদনা, তা যেন ছাপিয়ে গেল সবকিছু। ভিড়, চিৎকার, উল্লাসে মুহূর্তেই উৎসবের আবহ তৈরি হল শহরে। আসল ডাকাত নয়, তবুও এই 'ডাকাত আগমনে শিলিগুড়ির সাধারণ মানুষ পেলেন এক স্মরণীয় সন্ধ্যা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/বিনোদন/
Raghu Dakat: শিলিগুড়িতে ধুন্ধুমার কাণ্ড! ভর সন্ধ্যায় পড়ল 'ডাকাত'! ছুটে এল দূর-দূরান্তের মানুষ, তারপরই শুরু...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল