Cricketer-Actress Lovestory: ভারতীয় ক্রিকেটের হ্যান্ডসাম হাঙ্কের সঙ্গে চুটিয়ে প্রেম লাস্যময়ী নায়িকার, অন্য মহিলাকে দেখেই 'বোল্ড আউট' প্রেমিক, নিজেকে সামলাতে না পেরেই...! কে এই ক্রিকেটার?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Cricketer-Actress Lovestory: তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এমন একজন তারকা ক্রিকেটার রয়েছেন যারা সুদর্শন-সুঠাম চেহারায় কুপোকাত ছিলেন ভক্তরা৷ তাঁর প্রেমকাহিনিও হার মানাবে বলিউডের চিত্রনাট্যকে৷
advertisement
1/6

ভারতীয় অভিনেত্রীদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক নতুন নয়৷ একাধিক তারকা ক্রিকেটারের সঙ্গে নায়িকাদের সম্পর্ক আকছারই গড়েছে ভেঙেছে৷ তবে কেউ কেউ আবার চুটিয়ে সংসারও করছেন৷। বিরাট কোহলি তাঁর একটি বড় উদাহরণ।
advertisement
2/6
তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এমন একজন তারকা ক্রিকেটার রয়েছেন যারা সুদর্শন-সুঠাম চেহারায় কুপোকাত ছিলেন ভক্তরা৷ তাঁর প্রেমকাহিনিও হার মানাবে বলিউডের চিত্রনাট্যকে৷
advertisement
3/6
তিনি আর কেউ নন, তিনি হলেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব৷ বলিউড অভিনেত্রী সারিকার প্রেমে পড়েছিলেন এই জাঠ ক্রিকেটার। যিনি কমল হাসানের প্রাক্তন স্ত্রীও। কিন্তু কিছুদিন পর তাঁর জীবনে অন্য একজন মহিলা আসে এবং তিনি সেই বলিউড অভিনেত্রীর সঙ্গে ব্রেকআপ করে নেন।
advertisement
4/6
কপিল দেব এবং বলিউড অভিনেত্রী সারিকার ৭০-এর দশকে দেখা হয়েছিল। দু'জনেই তখন তাদের কেরিয়ারের প্রাথমিক পর্যায়ে। কপিল ও সারিকার পরিচয় হয় তাদের কমন ফ্রেন্ডের মাধ্যমে। প্রথম সাক্ষাতের পর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। এরপর ধীরে ধীরে তারা একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই তাঁর সঙ্গে ব্রেক আপ করেন কপিল দেব।
advertisement
5/6
আসলে কপিল দেব যখন সারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন, ঠিক তখনই রোমি ভাটিয়ার সঙ্গে তার পরিচয় হয়। রোমি ভাটিয়া ছিলেন একজন ব্যবসায়ী। কপিল দেবের এক বন্ধু তাকে বৈঠকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কপিল দেব যখন রোমি ভাটিয়ার সঙ্গে দেখা করেছিলেন, তখন তিনি তাঁর প্রেমে পড়েছিলেন। রোমিকে পছন্দ করার পর সারিকার থেকে সরে যান কপিল। দু'জনেরই আবার ব্রেকআপ।
advertisement
6/6
সারিকার সঙ্গে ব্রেক আপ করার পর রোমি ভাটিয়াকে ডেট করেন কপিল দেব। ১৯৮০ সালে, কপিল দেব রোমি ভাটিয়াকে বিয়ে করেন। কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়া একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি কপিলের সঙ্গে দিল্লিতে থাকেন। বিচ্ছেদের কয়েক বছর পরে, সারিকা ১৯৮৮ সালে তামিল অভিনেতা কমল হাসানকে বিয়ে করেন। কিন্তু ২০০৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।