TRENDING:

Cricket World Cup 2023: 'আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম'! ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে কেন এমন বললেন রজনীকান্ত

Last Updated:
ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখতে মুম্বইয়ের স্টেডিয়ামে চাঁদের হাট, মাঠে হাজির ছিলেন তারকা ক্রিকেটার থেকে অভিনেতা-অভিনেত্রী অনেকেই। উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
advertisement
1/6
'আমি খুব নার্ভাস...'! ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখে এমন বললেন রজনীকান্ত
যে নিউজিল্যান্ডের কাছে এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছিল ভারতীয় দল! চলতি বছরে ১৭ নভেম্বর ৩৯৭ রানের পাহাড় গড়ে জিতল ভারত, বিশ্বকাপ সেমিফাইনালে!
advertisement
2/6
ওয়াংখেড়েতে কোহলি-শো। বিরাট এমন কীর্তি গড়লেন, সচিন তেন্ডুলকর উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন। এই ম্যাচটা যেন বিরাট কোহলির! এতদিন শুনে এসেছেন, তিনি বিশ্বকাপ সেমিফাইনালে রান পান না। সেসব ভাঙা রেকর্ড আর বাজবে না বিরাট কোহলির কানের সামনে। তিনি এখন একদিনের ক্রিকেটে ৫০টি সেঞ্চুরির মালিক। যে রেকর্ড সচিনেরও নেই।
advertisement
3/6
রোহিত শর্মাকে নিয়ে অনেকে বলেন, কোথায় থামতে হয় হিটম্যান জানেন না। তবে ক্রিকেট নিয়ে যাঁরা চর্চা করেন তাঁরা জানেন, শুরু থেকেই হিটম্যান যে ঝড় তোলেন তা দলের স্বার্থেই। রাহুল দ্রাবিড় বলেছিলেন, রোহিত যেটা করে তাতে বাকিদের খেলতে সুবিধা হয়।
advertisement
4/6
সবটা মিলিয়ে এই দিনটা ছিল ভারতের। সব ভারতীয় মুগ্ধ নয়নে এদিন খেলা দেখছে। আর প্রহর গুনছে জয়ের উল্লাসে ভাসার। সাধারণ মানুষ থেকে তারকা সবারই উন্মাদনা ছিল তুঙ্গে।
advertisement
5/6
ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখতে মুম্বইয়ের স্টেডিয়ামে চাঁদের হাট, মাঠে হাজির ছিলেন তারকা ক্রিকেটার থেকে অভিনেতা-অভিনেত্রী অনেকেই। উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
advertisement
6/6
এমন খেলা দেখে তিনি উচ্ছ্বাসিত। টিম ইন্ডিয়ার খেলায় মুগ্ধ অভিনেতাও। মাঠে তাঁর মধ্যেও ছিল চাপা উত্তেজনা ও ভাবনা। খেলা শেষে মুম্বই থেকে চেন্নাইতে ফিরে তিনি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান "প্রথমে আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। পরে, যখন উইকেট পড়তে থাকল, তখন একটু স্বস্তি লাগছিল। দেড় ঘণ্টার আমি বেশ নার্ভাস ছিলাম। কিন্তু আমি ১০০ শতাংশ নিশ্চিত যে কাপ আমাদেরই হবে।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Cricket World Cup 2023: 'আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম'! ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে কেন এমন বললেন রজনীকান্ত
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল