Radhika Kumaraswamy: তুমুল প্রেম, রাজনীতি, বিতর্ক আর টাকা! দেশের এই নায়িকার ধারে-কাছে এখনও কেউ নেই, নাম বলতে পারবেন?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Actress Radhika Kumaraswamy’s Career: কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে রাধিকার বিবাহ নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। ২০০৬ সালে জনপ্রিয় রাজনীতিবিদের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে সকলেই প্রায় চমকে উঠেছিলেন।
advertisement
1/6

কন্নড় ছবির দুনিয়ার জনপ্রিয় মুখ হলেন রাধিকা কুমারস্বামী। শুধু তা-ই নয়, তামিল ছবিতেও অভিনয় করেছেন তিনি। খুব কম বয়সে নিজের কেরিয়ার শুরু করেছিলেন রাধিকা। তবে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ারকাই’ ছবিতে অভিনয় করে ব্যাপক খ্যাতি লাভ করেছিলেন তিনি। অরুণ বিজয়, সেন্থিল, পশুপতি এবং চিন্নিজয়ন্তের মতো তারকাদের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ২০০২ সালে রাধিকা যখন নবম শ্রেণীতে পড়তেন, সেই সময়ই তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল। তবে এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী।
advertisement
2/6
কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে রাধিকার বিবাহ নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। ২০০৬ সালে জনপ্রিয় রাজনীতিবিদের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে সকলেই প্রায় চমকে উঠেছিলেন। কারণ রাধিকা নিজে এইচ ডি কুমারস্বামীর তুলনায় বয়সে ২৭ বছরের ছোট। প্রসঙ্গত, রাধিকা এবং কুমারস্বামী দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে ছিল।
advertisement
3/6
এর আগে ১৯৮৬ সালে অনিতা কুমারস্বামীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন এই রাজনীতিবিদ। অন্যদিকে ২০০০ সালে রতন কুমার নামে এক ব্যক্তির সঙ্গে কাতিলের শ্রীদুর্গা পরমেশ্বরী মন্দিরে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাধিকা। বিয়ের কয়েক দিন পরেই অভিনেত্রীর মা দাবি করেছিলেন যে, মাত্র ১৪ বছর বয়স তাঁর। সেই কারণে এই বিয়ের কোনও মর্ম নেই। বাতিল করা হোক বিয়ে। সেই সঙ্গে এ-ও অভিযোগ করেছিলেন যে, রাধিকাকে জোর করে বিয়ে করেছিলেন রতন কুমার। এমনকী, অভিনেত্রীর বাবা এ-ও দাবি করেছিলেন যে, রাধিকাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন তাঁদের জামাতা। তবে ওই একই বছর অর্থাৎ ২০০২ সালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল অভিনেত্রীর প্রথম স্বামীর।
advertisement
4/6
তবে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে রাধিকার এই বিয়ের সিদ্ধান্ত মেনে নেননি অভিনেত্রীর বাবা। কঠোর ভাবে এই বিয়ের বিরোধিতা করেছিলেন তিনি। ফলে গোপনেই বিয়ে সারার সিদ্ধান্ত নিয়েছিলেন রাধিকা। আর অভিনেত্রীর এই সিদ্ধান্তে রীতিমতো হতবাক হয়েছিলেন তাঁর বাবা এবং পরিবারের সদস্যরাও। রাধিকা আর কুমারস্বামীর শামিকা নামে এক কন্যাসন্তান রয়েছে। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০১৫ সালে পথ আলাদা হয়ে যায় এই দম্পতির।
advertisement
5/6
অভিনেত্রীর ফিল্মি কেরিয়ার প্রসঙ্গে বলতে গেলে ‘নিনাগাগি’ ছবির হাত ধরে অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন রাধিকা। নিজের দুর্ধর্ষ পারফরম্যান্স দিয়ে দর্শকদের বারবার মুগ্ধ করেছেন তিনি। এরপর ‘থাভারিগে বা থাঙ্গি’, ‘বদ্রাদ্রি রামুড়ু’, ‘অটো শঙ্কর’, ‘মান্দ্য’, ‘সুইটি নান্না জোড়ি’, ‘অবতারম’, ‘রুদ্র তাণ্ডবা’ এবং ‘দময়ন্তী’-র মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
6/6
এরপর ২৫ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করে অভিনেত্রী প্রযোজনায় হাত পাকানোর সিদ্ধান্ত নেন। ‘লাকি’, ‘সুইটি নান্না জোড়ি’ এবং ‘ক্যাপচার’-এর মতো ছবি প্রযোজনা করেছেন। বর্তমানে শুধুমাত্র প্রযোজনার কাজই করছেন রাধিকা। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২৪ কোটি টাকা। তবে শোনা যাচ্ছে যে, শীঘ্রই ‘ভৈরা দেবী’ ছবিতে দেখা যাবে রাধিকাকে। শ্রীজি পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৩ অক্টোবর।